এক্সপ্লোর
Advertisement
চাহল, কুলদীপ যে কোনও পিচে বল ঘোরাতে পারে, বলছেন বিরাট
সেঞ্চুরিয়ন: সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারানোর পর দলের দুই স্পিনার যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদবের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘এই পিচ ডারবানের তুলনায় শক্ত ছিল। আমাদের স্পিনাররা সেটার ফায়দা তুলেছে। আমরা জানতাম পিচে ঘাস থাকবে না। কারণ, বল সিম করলে যে কোনও দল ম্যাচ জিততে পারে। আমাদের জানা ছিল, শক্ত ও শুকনো উইকেটে আমাদের রিস্ট স্পিনাররা বল ঘোরাতে পারে। ওরা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কোনও সুযোগই দেয়নি।’
টসে জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমরা রান তাড়া করার সময় কী করতে হবে সেটা জানি। টপ অর্ডারে রোহিত (শর্মা) ও শিখরের (ধবন) সঙ্কল্প গুরুত্বপূর্ণ। ওরা গত ম্যাচেও দারুণ শুরু করেছিল। আমরা দলের সবাইকে ইতিবাচক ক্রিকেট খেলতে বলি। সিরিজে আমরা এখন দারুণ জায়গায় আছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement