Commonwealth Opening Ceremony 2022: ইতিহাসের লক্ষ্যে ভারতীয় অ্যাথিলটরা, কবে, কখন, কীভাবে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান?
Commonwealth Opening Ceremony: উদ্বোধনী অনুষ্ঠানে নীরজ চোপড়া ভারতের পতাকা বাহক হওয়ার কথা থাকলেও, এই অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
বার্মিংহ্যাম: ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022), চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ২২তম কমনওয়েল গেমসের আসর বসতে চলেছে ইংল্যান্ডে। ৭২টি দেশের প্রায় পাঁচ হাজারের জন অ্যাথলিট পদক জিতে নিজেদের দেশের মুখ উজ্জ্বল করার লক্ষ্যে এই টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করবেন।
এবারের কমনওয়েলথ গেমসে ভারতীয় দলও বেশ শক্তিশালী। ২০০-র অধিক ভারতীয় অ্যাথলিট এবারের গেমসে অংশগ্রহণ করতে চলেছেন। পিভি সিন্ধু, নীরজ চোপড়ারা (Neeraj Chopra) তো আছেনই, পাশাপাশি এবারের গেমসে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম বড় দাবিদার হল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মাঝ সপ্তাহেই কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানও (Commonwealth Opening Ceremony) আয়োজিত হতে চলেছে। এই অনুষ্ঠানে ইংল্যান্ডের রানী এলিজাবেথ উপস্থিত না থাকলেও, উপস্থিত থাকবেন তার পুত্র চার্লস।
প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিততে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে বলে খবর। বার্মিংহ্যামের বিখ্যাত মিউজিক ব্যান্ড ডুরান ডুরান এই অনুষ্ঠানে পারফর্মও করবেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানে নীরজ চোপড়া ভারতের পতাকা বাহক হওয়ার কথা থাকলেও, তার উপস্থিতি নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। ২০১৮ সালে গত বারের উদ্বোধনী অনুষ্ঠানে পিভি সিন্ধু পতাকাবাহক হয়েছিলেন। নীরজ উপস্থিত না থাকলে, কে ভারতের পতাকাবাহক হবেন, সেটাই দেখার।
কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবারের কমনওয়েলথ গেমস?
ইংল্যান্ডের বার্মিংহ্যামে এবারের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে।
কোথায় আয়োজিত হবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান?
বার্মিংহ্যামের আলেকজান্ডার স্টেডিয়ামে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।
কোথায় দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান?
ভারতীয় দর্শকরা সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়া ডিডি স্পোর্টসেও এই অনুষ্ঠান দেখা যাবে। অনলাইনে দেখতে হলে দর্শকদের চোখ রাখতে হবে সোনি লিভ অ্যাপে।
কবে, কখন থেকে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান?
২৮ জুলাই, বৃহস্পতিবার. ভারতীয় সময় অনুযায়ী রাত ১১:৩০ থেকে শুরু হবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমস শুরুর আগেই বন্ধ লভলিনার অনুশীলন, কিন্তু কেন?