Commonwealth Games 2022: ব্রোঞ্জ পদক জিতে উচ্ছ্বাসে ভাসলেন সবিতা পুনিয়ারা, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি
Indian women's hockey team: নির্ধারিত সময়ে খেলা ১-১ শেষ হওয়ার পর, তা গড়ায় টাই ব্রেকারে। সবিতা কুমারি প্রথম প্রয়াসেই ব্যর্থ হওয়ার পরও দুর্দান্ত কামব্যাকে ২-১ ম্য়াচ ও ব্রোঞ্জ পদক জেতে ভারত।
বার্মিংহাম: ২০০৬ সালে শেষবার কমনওয়েলথ গেমসে পদক জিতেছিল ভারতীয় মহিলা হকি দল। তারপর ১৬ বছরের খরা। সেই খরা কাটিয়ে অবশেষে বার্মিংহামে ব্রোঞ্জ পদক সুনিশ্চিত করে ভারতীয় দল। নিউজিল্যান্ডকে টাই ব্রেকারে ২-১ হারায় সবিতা পুনিয়ার নেতৃত্বাধীন দল।
জয়ের সেলিব্রেশন
এই ঐতিহাসিক জয়ের পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড়রা। অধিনায়িকা সবিতা পুনিয়া টাই ব্রেকারে শেষ শট বাঁচানোর পরেই ছুটে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন উচ্ছ্বসিত ভারতীয় খেলোয়াড়রা। এরপর কোচ জান্নেকে স্কোপম্যানকে কাঁধে তুলে শূন্য়ে ভাসিয়ে জয় সেলিব্রেট করতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়দের। সাজঘরে ফিরেও সেই উচ্ছ্বাস এবং সেলিব্রেশনের পালা অব্যাহত। সাজঘরে গাচ, নাচের মাধ্যমে এই জয়কে সেলিব্রেট করতে দেখা যায় ভারতীয় দলকে।
Here are some dance moves to get your Sunday going! 💃💃
— Aji Rasheed Ali اجی رشید علی (@ajirasheed) August 7, 2022
A glorious win for #hockeyindia women's hockey team saw some brilliant celebrations as they went out on a high! 👏🏾👏🏾 pic.twitter.com/QQGma3cFDn
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
এই ঐতিহাসিক জয়ের পর ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'হকির সঙ্গে ভারতের সম্পর্কই খুবই স্পেশাল। সেই কারণেই আমি নিশ্চিত আমাদের মহিলা হকি দল ব্রোঞ্জ পদক জেতায় সকল ভারতীয়ই ভীষণ উচ্ছ্বসিত। বহু বছর পর এই প্রথম মহিলা হকি দল পোডিয়ামে শেষ করছে। ওদের জন্য গর্ববোধ করছি।'
India has a very special relation with Hockey. Thus, it is certain that every Indian is proud of our exceptional women's Hockey team for winning a Bronze medal. This is the first time in many years that the women's team is on the CWG podium. Proud of the team! #Cheer4India pic.twitter.com/mzRvk7TBwt
— Narendra Modi (@narendramodi) August 7, 2022
এদিন ম্যাচে ভারতের হয়ে ২৯ মিনিটে গোলটি সালিমা টেটে। সেকেন্ড পোস্টে দুর্দান্ত এক রান নিয়ে তিনি সহজ ট্যাপ ইনে গোল করে দলকে এগিয়ে দেন। তবে এগিয়ে গেলেও এদিন ভারতীয় দল কেবল এক গোলের সুরক্ষা নিয়ে ডিফেন্ড করতে একেবারেই আগ্রহী ছিল না। বরং তারা কিউয়িদের বিরুদ্ধে আক্রমণ শানাতে থাকেন। এমনকী ম্য়াচের পাঁচ মিনিট বাকি থাকার সময়ও তারা আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে।
তবে শেষে দুই মিনিটে লালরেমসিয়ামি হলুদ কার্ড দেখায় ভারত ১০ জনে নেমে যায়। এই সুযোগেই নিউজিল্যান্ড গোল করে ম্যাচে সমতা ফেরায়। ঘড়ির কাঁটায় ২৮.৫ সেকেন্ড বাকি থাকতে পেনাল্টি কর্নার পায় কিউয়িরা। সেখান থেকে গোলের সামনে নবনীত পায়ে বল লাগায় পেনাল্টি স্ট্রোক পায় কিউয়িরা। ঘড়িতে মাত্র ১৮.৫ সেকেন্ড বাকি থাকা অবস্থায় সেই পেনাল্টি স্ট্রোক থেকে অলিভিয়া মেরি গোল করে ম্যাচ টাই ব্রেকারে নিয়ে যান। নির্ধারিত সময়ে খেলা ১-১ শেষ হওয়ার পর, তা গড়ায় টাই ব্রেকারে। ভারতীয় দলের হয়ে সবিতা কুমারি প্রথম প্রয়াসেই ব্যর্থ হওয়ার পরও দুর্দান্ত কামব্যাকে ২-১ ম্য়াচ জেতে ভারত।
আরও পড়ুন: কয়েক মিনিটের ব্যবধানে জোড়া সোনা, নীতুর পর এবার স্বর্ণপদক জিতলেন বক্সার অমিত