এক্সপ্লোর
মাথায় চোট পাওয়ার পর এখনও সুস্থ নন পন্থ, ছিটকে গেলেন দ্বিতীয় ওয়ান ডে থেকে
বিশ্বের অন্যতম দ্রুততম পেসার কামিন্সের বাউন্সারে মঙ্গলবার মাথায় আঘাত পান পন্থ। মাথা ঘোরায় তিনি আর ব্যাট করতে পারেননি

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে ম্যাচে প্যাট কামিন্সের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাঁর পরিবর্তে কিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন কেএল রাহুল। ঋষভ পন্থ এখনও সুস্থ নন। তাঁর ঝিমুনি ভাব কাটেনি। সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ থেকে ছিটকে গেলেন দিল্লির তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, মাথায় চোট লাগার পর এখনও পুরো সুস্থ হননি ঋষভ। তাই তিনি রাজকোটে দ্বিতীয় ওয়ান ডে-তে খেলতে পারবেন না। বুধবার গোটা দল রাজকোট রওনা হয়ে গেলেও রিহ্যাবের জন্য পন্থ বেঙ্গালুরুতে যাচ্ছেন। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর শুশ্রূষা চলবে বলে খবর বোর্ড সূত্রে। আইসিসি-র কনকাশন নিয়ম চালু হওয়ার পর পন্থই ভারতের প্রথম ক্রিকেটার যাঁকে ম্যাচ থেকে ছিটকে যেতে হল। বোর্ড থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘রিহ্যাবিলিটেশন চলাকালীন কীরকম সাড়া দেয়, তার ওপর নির্ভর করে চূড়ান্ত হবে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে-তে পন্থ খেলতে পারবে কি না।’ বিশ্বের অন্যতম দ্রুততম পেসার কামিন্সের বাউন্সারে মঙ্গলবার মাথায় আঘাত পান পন্থ। মাথা ঘোরায় তিনি আর ব্যাট করতে পারেননি। সারারাত তাঁকে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়। বোর্ড থেকে জানানো হয়েছে, পন্থ এখন স্থিতিশীল। স্ক্যান রিপোর্টেও কিছু পাওয়া যায়নি। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এনসিএ-তে রিহ্যাব হবে। মুম্বই ওয়ান ডে-তে ৩৩ বলে ২৮ রান করেছিলেন পন্থ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















