এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতের হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলে যাওয়াই লক্ষ্য, দ্বিতীয় একদিনের ম্যাচের পর জানালেন শ্রেয়স
গতকালের ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটিতে ১২৫ রান যোগ করেন শ্রেয়স।
পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতীয় দলকে জিততে সাহায্য করার পর ধারাবাহিকভাবে ভাল খেলে যাওয়ার লক্ষ্যের কথা জানালেন শ্রেয়স আইয়ার। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি দলে টিকে থাকতে চাই। ধারাবাহিকতা সবসময় গুরুত্বপূর্ণ। আমি ভাল খেলে যেতে চাই এবং দলের প্রতি অবদান রাখতে চাই।’
গতকালের ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটিতে ১২৫ রান যোগ করেন শ্রেয়স। এই জুটির সুবাদেই বড় রান তুলতে সক্ষম হয় ভারতীয় দল। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কোনও ঝুঁকি নেব না। বিরাট আমাকে বলে, আমাদের পার্টনারশিপ গড়ে তুলতে হবে। ও আমাকে দারুণভাবে সাহায্য করে। আমরা এক বা দুই রান নিচ্ছিলাম, সুযোগ পেলে বাউন্ডারিও মারছিলাম। আমাদের মনে হয়েছিল, ২৫০ রান করতে পারলেই লড়াই করা যাবে। তবে আমরা আরও ৩০ রান করি। বিরাট আমাকে বলেছিল, ৪৫ ওভার পর্যন্ত ক্রিজে থাকতে হবে। আমি সেটা করতে পেরেছি।’
শ্রেয়স আরও বলেছেন, ‘দিনটা ভাল ছিল। আমি জানতাম, এই ম্যাচে ভাল খেলব। কারণ, ভারতীয় এ দলের হয়ে এই মাঠে খেলেছি। আমি ইনিংসটি ভালভাবে সাজাতে পেরেছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement