Ranji Trophy : কোভিড আবহে কী ভবিষ্যৎ রঞ্জি ট্রফির ? জানালেন বিসিসিআই সভাপতি
Ranji Trophy to proceed as per schedule : ৮৫ বছর পর গত মরসুমে করোনা পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছিল রঞ্জি ট্রফি। এবার তা ফের শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড...
মুম্বই : দেশে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফি (Ranji Trophy) হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। যদিও বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পষ্ট জানিয়ে দিলেন, নির্ধারিত সূচি মেনেই হবে এই টুর্নামেন্ট। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, পরিকল্পনামতোই হবে রঞ্জি ট্রফি।
করোনার ধাক্কায় গত মরসুমে ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট রঞ্জি ট্রফি স্থগিত রেখেছিল বোর্ড। এবার সেই টুর্নামেন্ট ফিরছে। আগামী ১৩ জানুয়ারি থেকে হবে রঞ্জি ট্রফি। ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির আগে রঞ্জি ট্রফি আয়োজন করায় সিএবি-সহ কিছু রাজ্য আপত্তি জানিয়েছিল বলে বোর্ড সূত্রে খবর। সেই কারণেই সূচিতে বদল আনা হয়।
৮৫ বছর পর গত মরসুমে করোনা পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছিল রঞ্জি ট্রফি। এবার তা ফের শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সিনিয়র বিভাগের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু করার কথা ছিল বোর্ডের। গত বছর ৩ জুলাই যে সূচি প্রকাশিত হয়েছিল, তাতে ২০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফি। নতুন সূচিতে সেই প্রতিযোগিতা শুরু হয় ২৭ অক্টোবর থেকে। রঞ্জি ট্রফিকে ২০২২-এ নিয়ে আসা হয়। নতুন সূচি অনুসারে রঞ্জি ট্রফি শুরু হবে ১৩ জানুয়ারি। বাংলার প্রথম ম্যাচ ত্রিপুরার বিরুদ্ধে। ১৩ জানুয়ারিই। ২০ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
আরও পড়ুন ; দলে সুযোগ না পেয়ে নির্বাচক-কোচকে গালিগালাজ! তোলপাড় বঙ্গ ক্রিকেট
এদিকে টুর্নামেন্টের গ্রুপ স্টেজের পাশাপাশি নক-আউট পর্বের ম্যাচও হবে কলকাতায়। বেশ কয়েকজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে পড়ায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে জানানো হয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিসন ও জেলাস্তরের স্থানীয় টুর্নামেন্ট স্থগিত রাখা হবে। সিএবি-র তরফে এও ঘোষণা করা হয় যে, সাম্প্রতিক কোভিড পরিস্থিতি খতিয়ে দেখবে এমার্জেন্সি অ্যাপেক্স কাউন্সিল।
প্রসঙ্গত, সিএবি (CAB) প্রথম ডিভিশন ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে সম্প্রতি ইডেনে সেঞ্চুরি হাঁকান মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। ওয়াইএমসিএ (YMCA) কলেজ স্ট্রিট ব্র্যাঞ্চের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে শতরান করেন তিনি। ক্রিকেটের নন্দনকাননে ১০০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন মনোজ। সিএবির প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে মোহনবাগানের খেলা ছিল ওয়াইএমসিএর (কলেজ স্ট্রিটের) বিরুদ্ধে।