2028 Olympics: লস অ্যাঞ্জেেলস অলিম্পিক্সে ক্রিকেটে কতগুলো দল অংশগ্রহণ করবে?
2028 Los Angeles Olympics: ১২৮ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ফিরছে ক্রিকেট। সোনার পদকের জন্য লড়াই হবে ৬টি দেশের মধ্যে। ১৯০০ সালে একটিমাত্র ম্য়াচ খেলা হয়েছিল অলিম্পিক্সের মঞ্চে।

দুবাই: আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (2028 Los Angeles Olympics Cricket) ফিরতে চলেছে ক্রিকেট (Cricket)। কিন্তু কতগুলো দলে খেলা হবে? বৃহস্পতিবার সেই বিষয়েও সিদ্ধান্ত নিয়ে ফেলল আইওসি। আগামী অলিম্পিক্সে ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ৬টি দল। পুরুষ ও নারী দুটো দলই খেলতে নামবে টুর্নামেন্টে। ১৯০০ সালে শেষবার অলিম্পিক্সের মঞ্চে প্যারিসে শেষবারের মত ক্রিকেট দেখা গিয়েছিল।
সেই হিসেবে প্রায় ১২৮ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ফিরছে ক্রিকেট। সোনার পদকের জন্য লড়াই হবে ৬টি দেশের মধ্যে। ১৯০০ সালে একটিমাত্র ম্য়াচ খেলা হয়েছিল অলিম্পিক্সের মঞ্চে। এবার সংখ্যাটা অনেকটাই বাড়ছে। আইসিসির পূর্ণ সদস্যের দল ১২টি। কিন্তু তাদের মধ্যে কীভাবে যোগ্যতা অর্জন পর্বের খেলা হবে, তা এখনও যদিও ঘোষণা করা হয়নি। আগামী অলিম্পিক্সে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।
তবে ক্রিকেট অন্তর্ভূক্তি হলেও ফুটবলে দলের সংখ্যা কমতে চলেছে। এতদিন অলিম্পিক্সের মঞ্চে পুরুষদের ফুটবল দল হিসেবে ১৬টি দল অংশ নিত। এখন অবশ্য সংখ্যাটা কমছে। ১২ টি পুরুষ ফুটবল দল অংশ নেবে অলিম্পিক্সে। মহিলাদের ফুটবলে দেশের সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে ১৬টি দেশ অংশ নেবে।
কিছুদিন আগেই ২০৩৬ অলিম্পিক্স ভারতের মাটিতে আয়োজনের বিষয়ে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের দেরাদুণে ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ''২০৩৬ অলিম্পিক্সে আয়োজনের বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এই অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে আমাদের ক্রীড়াক্ষেত্র অন্য উচ্চতায় পৌঁছাবে। যেখানে অলিম্পিক্স হয়, সেই দেশের ক্রীড়াক্ষেত্র ছাড়াও বাকি বিষয়গুলোতেও আরও উন্নতি হয়। পরিবহণ, পর্যটন সেগুলোও রয়েছে। আমাদের এখানে অ্য়াথলিটদের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে ভাল পরিকাঠামো দেওয়ার। অলিম্পিক্স আয়োনের সুযোগ পেলে, সেই বিষয়ে আরও জোর দেওয়া যাবে।''
উল্লেখ্য, ২০২৩ সালে মুম্বইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বৈঠক। সেখানেই প্রথমবার ২০৩৬ সালের অলিম্পিক্স ভারতে আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। এই বিষয়ে আবেদনও জমা দেওয়া হয়েছে আইওসির কাছে। তবে ২০২৬ এর আগে এই বিষয়ে কিছু ভাবতে রাজি নয় আইওসি। কাতার ও সৌদি আরবের মত দেশগুলোও অলিম্পিক্স আয়োজনের বিষয়ে নিজেদের প্রস্তুত করছে ২০৩৬ সালের জন্য।
আরও পড়ুন: গুজরাতের বিরুদ্ধে পরাজয়ের পরেই অধিনায়ক সঞ্জু স্যামসনসহ শাস্তি পেল গোটা রাজস্থান দল




















