IND vs ENG: ২৩ বছরের এই তরুণই হয়ত ইংল্যান্ড সিরিজে রোহিতের বদলি ওপেনার হতে চলেছেন
Sai Sudharsan: রোহিতের আচমকা টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে। আগামী ২০ মে থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।

মুম্বই: রোহিত শর্মার পরিবর্তে ভারতীয় টেস্ট দলে ওপেনার হিসেবে কাকে দেখা যাবে? আসন্ন ইংল্যান্ড সফরে কে হিটম্য়ানের জুতোয় পা গলাবেন? অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম সবার আগে যেমন রয়েছে, তেমনই ওপেনার হিসেবে গিলেরই আইপিএল দলের তরুণ ক্রিকেটারের নাম উঠে আসছে। তিনি সাই সুদর্শন। এবারের আইপিএলে ধারাবাহিকভাবে প্রতি ম্য়াচে রান করছেন। ব্যাটিং, টেকনিক, টেম্পারমেন্ট সবকিছুই প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে সাইকেই ইংল্যান্ড সফরে দলে নেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করেছিলেন নির্বাচকরা। রোহিতের আচমকা টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে। আগামী ২০ মে থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।
আইপিএল স্থগিত হওয়ার আগে পর্যন্ত এবারের টুর্নামেন্টে ১১ ইনিংসে এখনও পর্যন্ত ৫০৯ রান করেছেন সাই। অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে প্রথম দিকে রয়েছেন। গত বছর ইন্ডিয়া এ স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন সাই। সেখানে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সেঞ্চুুরি হাঁকিয়েছিলেন। বিসিসিআই সূত্র বলছে দেবদত্ত পড়িক্কলও দৌড়ে ছিলেন এই বিষয়ে। কিন্তু সাইকেই পারফরম্য়ান্সের নিরিখে প্রাধান্য দিচ্ছে বোর্ড। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনে দেখা যেতে পারে গুজরাত ওপেনারকেই।
২০২৪-২০২৫ রঞ্জি মরশুমে সব ম্য়াচে খেলতে পারেননি সাই সুদর্শন। কিন্তু এরপরও তিনটি ম্য়াচে ৭৬ গড়ে রান করেছেন। তার মধ্য়ে দিল্লির বিরুদ্ধে একটি ম্য়াচে দ্বিশতরানের ইনিংসও খেলেছেন।
কবে শুরু আইপিএল?
ভারত-পাক যুদ্ধকালিন পরিস্থিতিতে আপাতত বন্ধ আইপিএল। কিন্তু ফের কবে থেকে শুরু হবে এই টুর্নামেন্ট? এ নিয়ে রবিবারই বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'সংঘর্ষ বিরতির আবহে আগামীকাল ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী ও কর্তারা আগামীকাল পরিস্থিতি পর্যালোচনা করবেন। আণরা টুর্নামেন্টের সূচি দেখে আইপিএল শেষ করার সঠিক ও সেরা পথ খুঁজে বার করব। কোথায় ম্যাচ হবে, তা নিয়েও আলোচনা হবে। যে মাঠে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই মাঠগুলির কথা অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। দ্রুতই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
আরও পড়ুন: হাতের নাগালে দুটো ঐতিহাসিক রেকর্ড গড়ার হাতছানি, তার আগেই কি অবসরে যাবেন কোহলি?




















