Abhishek Sharma Century: রোহিতের পাড়ায় অন্য শর্মাজির ব্যাটে ধুন্ধুমার, অল্পের জন্য বাঁচল হিটম্যানের রেকর্ড
India vs England: রোহিতের পাড়ায় রবিবার ব্যাট হাতে দাদাগিরি দেখালেন আর এক শর্মা। তিনি অভিষেক শর্মা। ৩৭ বলে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে।

মুম্বই: রোহিত শর্মার (Rohit Sharma) দুর্গও তখন থরথর করে কাঁপছিল। তাও রোহিতের পাড়ায়। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে মাঠে খেলে বড় হয়েছেন রোহিত। আইপিএলের দিনের পর দিন বিধ্বংসী ব্যাটিং করে অর্জন করেছেন হিটম্যান তকমা।
রোহিতের পাড়ায় রবিবার ব্যাট হাতে দাদাগিরি দেখালেন আর এক শর্মা। তিনি অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৩৭ বলে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম। অল্পের জন্য রক্ষা পেল রোহিতের রেকর্ড। ২০১৭ সালে ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। সেটিই ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। গোটা বিশ্বেও দুই টেস্ট খেলিয়ে দেশের লড়াইয়ে যা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম। অভিষেক দুই নম্বরে।
আরও পড়ুন: ধোনিকে না দেখে ব্যাট করতে নেমে ম্যাচের সেরা! ঋদ্ধিমানের অজানা গল্প শোনালেন স্ত্রী রোমি
ভারতীয় ইনিংসের দশম ওভারে, আদিল রশিদের প্রথম দুটি বল ডট না হলে হয়তো আরও আগেই তিন অঙ্ক স্পর্শ করতেন অভিষেক। রশিদের প্রথম বলটি ওয়াইড হতে পারত বলেও মনে হয়েছে অনেকের। পরের ওভারে ব্রাইডন কার্সের বল অফ সাইডে হাল্কা পুশ করে দৌড়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক।
HUNDRED off 37 Deliveries 💥
— BCCI (@BCCI) February 2, 2025
..And counting!
Keep the big hits coming, Abhishek Sharma! 😎
Live ▶️ https://t.co/B13UlBNdFP#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/pG60ckOQBB
পাঞ্জাব তনয়ের ব্যাটে রবিবার শুরু থেকেই ঝড়। জেমি ওভার্টনকে ছক্কা মেরে মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন । যাঁর হাতে অভিষেক তৈরি, যিনি মেন্টর হিসাবে আগলে রাখেন, সেই যুবরাজ সিংহের এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ১২ বলে রেকর্ড হাফসেঞ্চুরি রয়েছে। তাঁর ছাত্রও শাসন করলেন ইংরেজ বোলারদের । করলেন ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। পেরিয়ে গেলেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদবকে । দুজনই ১৮ বলে হাফসেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। ২০২১ সালে দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি ছিল কে এল রাহুলের । ২০২২ সালে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ বলেই হাফসেঞ্চুরি ছিল স্কাইয়ের। সেই সব রেকর্ড ভেঙে দিলেন অভিষেক ।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে বিরাট বদল! প্রস্তাব দিয়ে বোর্ডকে চিঠি পাঠাবেন বাংলার কোচ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
