BCCI: ঘরোয়া ক্রিকেটে বিরাট বদল! প্রস্তাব দিয়ে বোর্ডকে চিঠি পাঠাবেন বাংলার কোচ
Ranji Trophy: ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাকে। ঘরের মাঠে শেষ ম্যাচে পাঞ্জাবকে ইনিংস ও ১৩ রানে হারিয়ে বোনাস সহ সাত পয়েন্ট পেলেও লাভ হয়নি বাংলার।

কলকাতা: দুই ম্যাচেই কি বাংলার রঞ্জি ট্রফির (Ranji Trophy) ভবিতব্য লেখা হয়ে গিয়েছিল?
প্রথমে বিহারের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ। ১৮ থেকে ২১ অক্টোবর যে ম্যাচটি পড়েছিল কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। বৃষ্টিতে মাঠ ভিজে যাওয়ায় যে ম্যাচে চারদিন বলই গড়ায়নি। গ্রুপের দুর্বলতম দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল বাংলাকে। যে দলের বিরুদ্ধে সব দলই বোনাস সহ সাত পয়েন্ট করে নিচ্ছে, সেই দলই বাংলার গলায় কাঁটা হয়ে বিঁধেছে। বাংলার প্রাপ্তি হয়েছিল মোটে এক পয়েন্ট।
তারপরই ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে ম্যাচ। ২৬ থেকে ২৯ অক্টোবর ছিল খেলা। যে ম্যাচটি কল্যাণী থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে সেই ম্যাচেও বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত দুই দলের একটি করে ইনিংসও শেষ না হওয়ায় সেই ম্যাচ থেকেও বাংলাকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাকে। ঘরের মাঠে শেষ ম্যাচে পাঞ্জাবকে ইনিংস ও ১৩ রানে হারিয়ে বোনাস সহ সাত পয়েন্ট পেলেও লাভ হয়নি বাংলার। গ্রুপ পর্বেই থেমে গিয়েছে দৌড়। বৃষ্টি বাধা না হলে দুই ম্যাচে পয়েন্ট নষ্ট হতো না বলেই মনে করছে বাংলা শিবির। আর তারপরই বোর্ডের কাছে একগুচ্ছ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল।
বাংলার কোচ বলছেন, 'বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজার অ্যাবে কুরুভিল্লাকে একটা বিস্তারিত মেল লিখব ঠিক করেছি। প্রথমেই প্রস্তাব দেব, অক্টোবর মাসে যেন পূর্ব ভারতে কোনও ম্যাচ না দেওয়া হয়। কারণ, সেই সময়ে কলকাতা বা আশপাশের এলাকায় বৃষ্টি হয়। বর্ষার রেশ থাকে। ওই সময় ম্যাচ মানেই তা পণ্ড হওয়ার আশঙ্কা থাকে। আমাদের পয়েন্ট নষ্টও হয়েছে সেই কারণে।'
পাশাপাশি এবার যেভাবে দুই পর্বে রঞ্জি ট্রফি করা হয়েছে, তারও বিরোধিতা করা হবে ওই মেলে। লক্ষ্মীর কথায়, 'একটানা রঞ্জি ট্রফির ম্যাচ খেলা উচিত। মাঝে বিরতিতে ছন্দ নষ্ট হচ্ছে। একটানা খেলালে ক্রিকেট আরও ভাল মানের হবে।'
পাশাপাশি অভিমন্যু ঈশ্বরণ, রুতুরাজ গায়কোয়াড়, সাই কিশোরদের মতো ক্রিকেটারদের আর ভারত এ দলে খেলানো উচিত নয় বলেও বলা হবে বোর্ডকে। কারণ, এই ক্রিকেটারদের নতুন করে কিছু প্রমাণ করার নেই। খেলালে সরাসরি ভারতীয় দলেই নেওয়া উচিত বলে জানানো হবে বোর্ডকে লেখা ই-মেলে।
আরও পড়ুন: ধোনিকে না দেখে ব্যাট করতে নেমে ম্যাচের সেরা! ঋদ্ধিমানের অজানা গল্প শোনালেন স্ত্রী রোমি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
