Arjun Tendulkar Engagement: নতুন ইনিংস সচিন-পুত্রের, বাগদান সারা হয়ে গেল অর্জুনের, কার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন?
Arjun Tendulkar and Sachin Tendulkar: মুম্বইয়ের নামী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান হয়ে গেল অর্জুনের।

মুম্বই: বাবা ক্রিকেট মাঠের কিংবদন্তি। তিনি নিজেও ক্রিকেটকেই ধ্যান জ্ঞান করেছেন। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চললেন সচিন-পুত্র (Sachin Tendulkar) অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বইয়ের নামী ব্যবসায়ী রবি ঘাইয়ের (Mumbai entrepreneur Ravi Ghai) নাতনি সানিয়া চন্দোকের (Saaniya Chandok) সঙ্গে বাগদান হয়ে গেল অর্জুনের।
ফুড ইন্ডাস্ট্রি ও হসপিটালিটিতে বিশেষ প্রতিপত্তি রয়েছে ঘাই পরিবারের। বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শুরু করে ব্রুকলিন ক্রিমারির (Brooklyn Creamery) মতো নামী মিষ্টি নির্মাতা সংস্থার মালিক ঘাই পরিবার। সূত্রের খবর, অর্জুন ও সানিয়ার বাগদান অনুষ্ঠান হয়েছে। মুম্বইয়ের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুধু দুই পরিবারের সদস্যরা। ছেলের বাগদান নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি মাস্টার ব্লাস্টারও।
মুম্বইয়ের হয়েই ক্রিকেট খেলা শুরু করেছিলেন অর্জুন । তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দলে সুযোগ পাওয়ার লক্ষ্যে পরে তিনি মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নেন। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন । ২৫ বছর বয়সী অর্জুনের প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ স্তরের ক্রিকেটে অভিষেক হয়ে গোয়ার জার্সিতেই। আইপিএলে অর্জুন খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) । যে দলে এক সময় খেলেছেন সচিন স্বয়ং। কিংবদন্তি পুত্র অবশ্য আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে নিয়মিত সুযোগ পাননি । মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছেন। আইপিএলে অর্জুনের সেরা বোলিং ৯ রান দিয়ে ১ উইকেট ।
Cricket & glamour unite! 🏏💍
— Manni (@ThadhaniManish_) August 13, 2025
Arjun Tendulkar, son of legend Sachin Tendulkar, gets engaged to Sania Chandhok, granddaughter of filmmaker Ravi Ghai.
All the best! 🎉#ArjunTendulkar #SaaniyaChandok #SachinTendulkar #engagement pic.twitter.com/aqMDeFwT4q
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭টি ম্যাচ খেলেছেন অর্জুন। ব্যাট হাতে ৫৩২ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও জোড়া হাফসেঞ্চুরি। পাশাপাশি বল হাতে ৩২টি উইকেটও নিয়েছেন অর্জুন। আগামী ঘরোয়া মরশুমেও গোয়ার হয়ে খেলতে দেখা যাবে অর্জুনকে।
Arjun Tendulkar, son of Sachin Tendulkar who has scored a lot of runs in international cricket, is engaged. Arjun Tendulkar is engaged to Sania Chandok, who is the granddaughter of Ravi Ghai. #arjuntendulkar #SachinTendulkar #BREAKING pic.twitter.com/sCEKDE26EF
— Krishn Kant Asthana (@KK_Asthana) August 13, 2025




















