IPL: গুজরাতের দায়িত্ব থেকে সরছেন নেহরা, গিলদের নতুন কোচ হতে পারেন যুবি?
Gujrat Titans: সেই মরশুম থেকেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়ে ছিলেন নেহরা ও সোলাঙ্কি। প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয় গুজরাত। ২০২৩ মরশুমে রানার্স আপও হয়েছিল দলটি।
আমদাবাদ: আসন্ন আইপিএলের আগে সবদলের অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। নিলামে অনেক তারকা ক্রিকেটারই তাঁদের পুরনো দল ছেড়ে নতুন দলে যোগ দিতে চলেছেন। এবার কানাঘুষো শোনা যাচ্ছে যে ২০২৫ আইপিএলের আগে গুজরাত টাইটান্সের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আশিস নেহরা। এছাড়া ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কিও হয়ত দায়িত্ব ছাড়তে চলেছেন। ২০২২ সালে গুজরাত টাইটান্স আইপিএলে অভিষেক করেছিল। সেই মরশুম থেকেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়ে ছিলেন নেহরা ও সোলাঙ্কি। প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয় গুজরাত। ২০২৩ মরশুমে রানার্স আপও হয়েছিল দলটি।
আপাতত যা সূত্রের খবর, যুবরাজ সিংহ হয়ত গুজরাত টাইটান্সের কোনও দায়িত্বে আসতে পারেন। এখনও পর্যন্ত সরকারি কোনও সিদ্ধান্ত যদিও নেওয়া হয়নি। ইতিমধ্যেই দলের মেন্টর গ্যারি কার্স্টেন দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন আগেই। পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছিল গ্যারিকে। ফরে গুজরাত শিবিরে কোচিং ইউনিটে যে বড় বদল আসছে, তা বোঝাই যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির তরফে এক সূত্র জানিয়েছেন, ''অনেক কিছু বদল হতে চলেছে। নেহরা ও বিক্রম হয়ত আর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকছেন না। সেক্ষেত্রে যুবরাজের নাম ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত কিছু অফিশিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও কোচিং স্টাফেদর মধ্যেও অনেক কিছু বদল হতে পারে।'' অথচ গত বছর গুজরাত একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। শুভমান গিলের নেতৃত্বে গুজরাট পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে দৌড় শেষ করেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই রিকি পন্টিংকে দিল্লি ক্যাপিটালসের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দিল্লি ফ্র্যাঞ্চাইজির আইপিএলে টানা ব্যর্থতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে, পন্টিং বিদায়ের পর ঋষভ পন্থদের কোচ হিসাবে দায়িত্ব নিতে পারেন সৌরভ স্বয়ং। তিনি এমনিতেই ডিরেক্টর অফ ক্রিকেট হওয়ার সুবাদে দলের খোলনলচে সম্পর্কে ওয়াকিবহাল। অভিষেক পোড়েল, জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, ট্রিস্টান স্টাবসের মতো তরুণের সাফল্যের নেপথ্যেও অন্যতম কৃতিত্ব দেওয়া হয় সৌরভকে। পাশাপাশি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থের মাঠে ফেরা ও নিজের সাবলীল ব্যাটিং ফের করতে পারার নেপথ্যেও সৌরভের অবদান রয়েছে। তাই পন্টিংয়ের পর সৌরভ নিতে পারেন দিল্লি ক্যাপিটালসের কোচের পদ।