IND vs PAK: সুপার ফোরেও সেই একই ছবি, ম্য়াচ জিতে হাত না মিলিয়েই মাঠ ছাড়লেন ভারতীয় ক্রিকেটাররা
Asia Cup 2025: ১৭২ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল রবিবার। শুরুতে অভিষেক শর্মা ও শুভমন গিল মিলে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্য়াচে ভারতের জয়ের ভিত গড়ে দেন।

দুবাই: ১৪ সেপ্টেম্বরের রিপিট টেলিকাস্ট ২১ সেপ্টেম্বর। সেদিন পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল এশিয়া কাপের গ্রুপের ম্য়াচে। রবিবার সুপার ফোরের ম্য়াচেও পাকিস্তানকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেদিন মাঠে টসের সময় ও ম্য়াচের পর পাক অধিনায়ক ও প্লেয়ারের সঙ্গে ভারতের কোনও প্লেয়াররা হাত মেলাননি। সুপার ফোরের মহারণেও ঠিক তেমনটাই হল। ম্য়াচ জিতিয়ে পাক প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়লেন তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য।
১৭২ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল রবিবার। শুরুতে অভিষেক শর্মা ও শুভমন গিল মিলে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্য়াচে ভারতের জয়ের ভিত গড়ে দেন। অভিষেক তো অর্ধশতরানও পূরণ করেন। ম্য়াচ শেষ করেন তিলক ও হার্দিক। গ্রুপের ম্য়াচে ক্রিজে ছিলেন সূর্যকুমার ও শিবম দুবে। সেদিন ছক্কা হাঁকিয়ে দুবের সঙ্গে মাঠ ছাড়েন সোজা সূর্য। এদিন বাউন্ডারি হাঁকিয়ে হার্দিককে নিয়ে মাঠ ছাড়েন তিলক। গ্রুপ পর্বের ম্য়াচের সময় হ্যন্ডশেক নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল এবার অবশ্য তেমনটা হয়নি।
এশিয়া কাপের সুপার ফোরের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি তরুণ ওপেনার অভিষেক শর্মা। ম্য়াচের পর অভিষেক বলছেন, ''আমার আজ মনে হয়েছিল ওঁদের ব্যাট দিয়ে যাবতীয় কিছুর জবাব দেব। আমি ব্যক্তিগত ভাবে ভাল অনুভব করতে পারছিলাম না। প্রত্য়েক বলের শেষেই ওদের বোলররা কিছু না কিছু বলেই যাচ্ছিল। ব্যক্তিগত আক্রমণও করতে শোনা যাচ্ছিল তাঁদের। এভাবে খেলা সম্ভব নয়। তাই চেয়েছিলাম আক্রমণাত্মক খেলতে।''
ভারতের ব্যাটিংয়ের ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়েছিলেন অভিষেক। হ্যারিস রউফকেও ছক্কা হাঁকিয়েছিলেন। এমনকী খেলার ফাঁকে গিল ও অভিষেক হ্যারিসের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়িয়ে যান। যদিও নিজের অর্ধশতরান হাঁকিয়ে দলকে জয়ের রাস্তা দেখান অভিষেকই।
এখনও পর্যন্ত ইতিহাস বলছে, দলের ক্রিকেটের ইতিহাসে এখনও পাকিস্তান ভারতের থেকে এগিয়ে। ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৮৮ ম্য়াচে পাক দল জিতেছে। ভারত জিতেছে ৭৮ ম্য়াচে। টেস্ট ম্য়াচে দু দলের মধ্য়ে ৫৯ বার হয়েছে। তার মধ্য়ে পাকিস্তান ১২টি ও ভারত ৯ ম্য়াচ জিতেছে। ওয়ান ডে ফর্ম্যাটে ভারত জিতেছে ৫৮ ম্য়াচ ও পাক দল জিতেছে ৪৩ ম্য়াচ। কুড়ির ফর্ম্যাটে ১৫ ম্য়াচের মধ্যে ১১টি জিতেছে ভারত ও পাকিস্তান জিতেছে ৩ ম্য়াচে।




















