Asia Cup 2025: এশিয়া কাপে ফিটনেস নিয়ে চ্যালেঞ্জের মুখে সূর্যকুমাররা, পাক ম্য়াচপূর্বে দিতে হল ব্রঙ্কো টেস্ট
Bronco Test: প্রাথমিকভাবে রাগবি খেলোয়াড়দের অ্যারোবিক ও কার্ডিওভাসকুলার কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে চালু করা এই ব্রঙ্কো টেস্ট অ্যাড্রিয়ান লে রউক্সের পরামর্শেই ভারতীয় ক্রিকেটে চালু হয়েছে।

দুবাই: দুরন্তভাবে সংযুক্ত আরব আমিরশাহিকে দুরমুশ করে এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের অভিযান শুরু করেছে ভারতীয় দল। সামনেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চ্যালেঞ্জ (IND vs PAK)। তবে সেই ম্যাচের আগেই অনুশীলনে এক কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল সূর্যকুমার যাদবদের। কী সেই চ্যালেঞ্জ? সেটি আর কিছু নয়, ফিটনেস পরিমাপের নতুন পদ্ধতি ব্রঙ্কো টেস্ট। এই ফিটনেস পরীক্ষা নিয়ে ভারতকে আগেই সতর্ক করে রেখেছিলেন এবি ডিভিলিয়ার্স। এবার সূর্যকুমারদের সেই পরীক্ষা দিতে হল।
ভারতীয় দলের হয়ে দ্বিতীয়বার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে দায়িত্ব কাঁধে নিয়েছেন অ্যাড্রিয়ান লে রউক্স (Adrian Le Roux)। প্রাথমিকভাবে রাগবি খেলোয়াড়দের অ্যারোবিক ও কার্ডিওভাসকুলার কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে চালু করা এই ব্রঙ্কো টেস্ট লে রউক্সের পরামর্শেই ভারতীয় ক্রিকেটে চালু হয়েছে। দিনকয়েক আগেই প্রাক মরশুম ফিটনেস পরীক্ষা দিতে রোহিত শর্মা, শুভমন গিল, যশপ্রীত বুমরারা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে পৌঁছেছিলেন। সেইখানে মনে করা হচ্ছিল রোহিতদের হয়তো এই ব্রঙ্কো টেস্ট দিতে হবে। তবে সেখানে তেমনটা হয়নি বলে শোনা যায়। কিন্তু এবার এশিয়া কাপের মাঝেই সূর্যকুমাররা সেই পরীক্ষা দিলেন।
বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে লে রউক্স নিজেই সূর্যকুমারদের এই ব্রঙ্কো টেস্ট দেওয়ার কথা নিশ্চিত করেন। তাঁকে বলতে শোনা যায়, 'আমার আজ যে দৌড়টা দেখলাম ওটা ব্রঙ্কো রান। এটা কোনও নতুন দৌড় বা পরিমাপ নয়। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বহু বছর ধরেই এটা রয়েছে। আমরা এটা এই দলে এবার চালু করেছি। এটা দুইভাবে ব্য়বহৃত হতে পারে। অনুশীলনের অঙ্গ হিসাবেও এটা থাকতে পারে, আবার ফিটনেস পরিমাপের মাত্রা হিসাবেও এটির ব্যবহার করা যায়। খেলোয়াড়রা অ্যারোবিক ফিটনেসের দিক থেকে কোথায় রয়েছে, এই পরীক্ষার মাধ্যমে সেটার বিষয়ে ধারণা করা যেতে পারে।'
𝗕𝘂𝗶𝗹𝗱𝗶𝗻𝗴 𝗘𝗻𝗱𝘂𝗿𝗮𝗻𝗰𝗲, 𝗕𝘂𝗶𝗹𝗱𝗶𝗻𝗴 𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻𝘀
— BCCI (@BCCI) September 12, 2025
Adrian Le Roux recently came back to join forces with #TeamIndia! 💪
The S&C Coach opens up on his second stint, shares insights on the newly-introduced Bronco test & more 👊 - By @RajalArora#AsiaCup2025
তিনি আরও বলেন, 'এই পরীক্ষাটা মাঠে হয়। বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও মাঠে এই পরীক্ষাটি হতে পারে। আমরা তো এদিক থেকে ওদিক করতেই থাকি। সেখানে এই পরীক্ষাটা খেলোয়াড়দের নিজেদেরই বুঝতে সাহায্য করবে যে ওরা ঠিক কোন জায়গায় রয়েছে। শারীরিকভাবে ফিট থাকলে তো ক্রিকেটাররা বেশি ম্যাচও খেলতে পারবে। নিজেদের সঠিক যত্ন রাখলে আমরা যা যা বলি, তাতে চোটআঘাতের সম্ভাবনা অনেকটাই কমে যায়।'




















