Asia Cup 2025: 'তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে', ম্যাচশেষে ওমান ক্রিকেটারদের সঙ্গে কথোপকথন, ছবিও তুললেন সূর্য
IND vs OMN: ওমানকে ২১ রানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়ে চলতি এশিয়া কাপে নিজেদের ১০০ শতাংশ রেকর্ড অব্যাহত রেখেছে ভারত।

আবু ধাবি: আইপিএলের প্রতিটি ম্যাচ শেষেই তরুণ ক্রিকেটারদের প্রায়শই মহেন্দ্র সিংহ ধোনিকে ঘিরে ধরে তাঁর থেকে না না টিপস নিতে দেখা যায়। অভিজ্ঞতার দিক থেকে ওমান দলের ক্রিকেটাররাও বেশ তরুণ। এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষেও তাঁরা ঘিরে ধরলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারকে। কে তিনি? তিনি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ম্যাচ শেষে সূর্যকে ওমান ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। সকলের সঙ্গে ছবিও তোলেন তিনি।
মহাদেশের সেরা হওয়ার টুর্নামেন্টে তাঁরা একটিও ম্যাচ জিততে না পারলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচে ওমানের লড়াই সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। ম্যাচ শেষে বিপক্ষ দলকে প্রশংসায় ভরান সূর্যকুমার। তাঁকে বলতে শোনা যায়, 'আমার মতে ওমান আজকে অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি জানতাম ওরা এমন কিছু করার দক্ষতা রাখে। দারুণ খেলেছে ওরা। ওদের ব্যাটিংটা দেখতে আমার বেশ মজাই লেগেছে।'
ম্যাচে বিপক্ষ দলকে প্রশংসায় ভরান সূর্যকুমার। তাঁকে বলতে শোনা যায়, 'আমার মতে ওমান আজকে অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি জানতাম ওরা এমন কিছু করার দক্ষতা রাখে। দারুণ খেলেছে ওরা। ওদের ব্যাটিংটা দেখতে আমার বেশ মজাই লেগেছে।' সম্প্রতি বিসিসিআইয়ের তরফেও ম্যাচের বিটিএস নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতেই সূর্যকে ওমান ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
তিনি ওমান তারকাদের বলেন, 'পাওয়ার প্লের পর যে কোনও দলই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইবে। সেই পরিস্থিতিতে আপনারা যেমন ক্রিকেট খেলেছেন, তাতে অনেকে অনেক কিছু শিখতে পারে এবং সেই তালিকায় আমরাও রয়েছি। আজ কিন্তু আপনাদের ভাল ঘুম হওয়া উচিত। সত্যিই আজ সেরা ক্রিকেটটা খেলেছেন। আপনাদের হাবভাব, চেষ্টার ওপ নির্ভর করেই তো হার, জিত নির্ধারিত হবে। আপনারা চেষ্টা করেছেন এবং তার ফলাফল তো সকলেই টের পাচ্ছেন। আপনারা যে ধরনের ক্রিকেটটা খেলেছেন সেটা মনে রাখবেন।'
সূর্য আরও যোগ করেন, 'আমার মতে এনার্জিটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা পরিস্থিতি যেমনই হোক, সকলে যেমন একসঙ্গে ছিলেন, লাফাচ্ছিলেন, সেটা আমার খুবই ভাল লেগেছে। আর এই এনার্জিটাই তো সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আপনারা মাঠের বাইরে যেমন একে অপরের সঙ্গে সময় কাটান, অনুশীলন করেন, সেটা মাঠেও খেলার মধ্যে প্রকাশ পায়।'
সূর্যর মতে এই ওমান দল কিন্তু বিশ্বকাপ কোয়ালিফায়ার্স খেলার জন্য একেবারে প্রস্তুত। ভারতীয় দলের অধিনায়ক এসে সকলকে উজ্জীবিত কারার জন্য ওমান জিতেন্দ্র সিংহও সূর্যকুমারকে ধন্যবাদ দেন। 'ওঁ এসে দলের সকলের সঙ্গে কথা বলায় আমরা কৃতজ্ঞ। ওঁ এই ম্যাচ নিয়ে কথা বলা এবং টি-টোয়েন্টিতে সাধারণত কেমন ক্রিকেট খেলা উচিত, সেই নিয়ে আলোচনা করেন। ওঁর মুখে বারংবার দলের প্রশংসা শোনা যায়।'




















