Vaibhav Suryavanshi: এশিয়া কাপের ভারতীয় দলে বৈভব সূর্যবংশী! জোরাল দাবি, নির্বাচকরা সাহসী সিদ্ধান্ত নেবেন?
Asia Cup: এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। উল্লেখ্য, এবারের এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটে খেলা হবে।

মুম্বই: আইপিএলে (IPL 2025) হইচই ফেলে দিয়েছিল। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক ঘটিয়ে নজির গড়েছিল। পাশাপাশি সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে আইপিএলে সেঞ্চুরি। ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক। একের পর এক কীর্তি। তারপর ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়েও নজরকাড়া পারফরম্যান্স।
সেই বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) এশিয়া কাপের দলে নেওয়ার জোরাল দাবি উঠল। তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। শ্রীকান্তের মতে, ভারতের বৈভবকে সুযোগ দিতে দেরি করা উচিত নয়। তিনি নির্বাচকদের কাছে আবেদন করেছেন যে, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই তরুণ ব্যাটারকে এখনই দলে অন্তর্ভুক্ত করা হোক।
কী বলেছেন শ্রীকান্ত?
শ্রীকান্ত বৈভবের ব্যাটিং দেখে বেশ মুগ্ধ হয়েছেন। শ্রীকান্তের মতে, তিনি যদি নির্বাচন কমিটির চেয়ারম্যান হতেন, তবে তিনি বৈভবকে চূড়ান্ত ১৬ জনের অবশ্যই অন্তর্ভুক্ত করতেন। শ্রীকান্ত একটি ইউটিউব শো-তে বলেছেন, ”ক্রিকেটে আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ওকে অপেক্ষা করতে বলবেন না। এমনটা বলবেন না যে, এখনও ওকে পরিণত হতে দিন। ও ইতিমধ্যেই দারুণ পরিণতিবোধ দেখাচ্ছে। ওর শট মারার ক্ষমতা অন্যরকম। আমি যদি নির্বাচন কমিটির চেয়ারম্যান হতাম, তবে বৈভবকে চূড়ান্ত ১৬ জনের দলে অবশ্যই অন্তর্ভুক্ত করতাম।”
১৯ অগাস্ট ভারতীয় দলের ঘোষণা
খবর অনুযায়ী, এশিয়া কাপের জন্য ভারতীয় দল নির্বাচন মঙ্গলবার, ১৯ অগাস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। দলে জায়গা পাওয়ার জন্য খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, বিশেষ করে ওপেনিং স্লটে। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন আক্রমণাত্মক খেলা দেখিয়ে তাঁদের জায়গা পাকা করে নিয়েছেন। অন্যদিকে শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালও দাবিদার। এছাড়াও, আইপিএল ২০২৫-এর অরেঞ্জ ক্যাপ বিজয়ী সাই সুদর্শনও দৌড়ে রয়েছেন।
বৈভবও আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফর্ম করে তার দাবি আরও জোরাল করেছে। রাজস্থান রয়্যালসের এই ব্যাটার মাত্র ৭ ম্যাচে ২৫২ রান করেছে এবং তার স্ট্রাইক রেট ২০০-এর বেশি ছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিল বৈভব।
৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হবে
এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। উল্লেখ্য, এবারের এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটে খেলা হবে।




















