Ban vs Ire: তৃতীয় ম্যাচেও ১০ উইকেটে জয়, আইরিশদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের
Bangladesh vs Ireland: আইরিশদের হারিয়ে দিল টাইগার ব্রিগেড। এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
ঢাকা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। সিলেটে শেষ ম্য়াচে ১০ উইকেটে আইরিশদের হারিয়ে দিল টাইগার ব্রিগেড। এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক। কিন্তু টস জেতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আয়ারল্য়ান্ড। মাত্র ১০১ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেটে জয় হাসিল করে নেয় টাইগাররা।
শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। সৌজন্যে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের দুরন্ত বোলিং। ৮.১ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এই পেসার। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ ও ২ উইকেট নেন এবাদত হোসেন। এই তিন পেসার বোলারের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি আইরিশ ব্যাটাররা। কার্টিস ক্যাম্ফার সর্বােচ্চ ৩৬ রান করেন। কার্টারের ব্যাট থেকে আসে ২৮ রানের ইনিংস। এছাড়া আয়ারল্য়ান্ডের কোনও ব্য়াটারই ২ অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ১৩.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। ১০টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন লিটন দাস। ৪১ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। আইপিএলে কেকেআরের হয়ে খেলতে নামার আগে লিটনের ফর্ম স্বস্থি দেবে কলকাতার ক্রিকেট সমর্থকদের।
আইপিএলের দ্বিতীয় দিনই মাঠে নেমে পড়ছে কেকেআর। ১ এপ্রিল, মোহালিতে। প্রতিপক্ষ, পাঞ্জাব কিংস। যে ম্যাচকে অনেকে বীর-জারার লড়াই বলে থাকেন। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। আর পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। বীর-জারা সিনেমায় যাঁদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে।
কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ খেলছে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩১ মার্চ যে সিরিজের শেষ ম্যাচ। তারপর ৪ এপ্রিল থেকে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। যে ম্যাচ শেষ হবে ৮ এপ্রিল। তাই কেকেআরের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের দুই তারকা অনিশ্চিত ছিলেন।
তাহলে কীভাবে শাকিব ও লিটনের পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই মাঠে নেমে পড়ার সম্ভাবনা তৈরি হল? বাংলাদেশে খোঁজ নিয়ে জানা গেল, দুই তারকাই আইপিএলের শুরু থেকে খেলার জন্য সে দেশের ক্রিকেট বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন। বলা হচ্ছে, এনওসি দিয়ে দিতে পারে বিসিবি। শোনা গেল, বিসিবি কর্তাদের শাকিব-লিটনরা বুঝিয়েছেন যে, তাঁদের দলের সাম্প্রতিক ভাল পারফরম্য়ান্সের নেপথ্যে রয়েছে আইপিএল। বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে আরও ধারাল হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। বিরাট কোহলি থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, যশপ্রীত বুমরা থেকে শুরু করে প্যাট কামিন্সদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করে আরও সমৃদ্ধ হয়েছেন তাঁরা। এ-ও বলা হয়েছে যে, চলতি বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে ভারতে আইপিএল খেলাটা তাঁদের অভিজ্ঞতাকে আরও ঋদ্ধ করবে।