BCCI Womens ODI: ধারার ব্যাটে ঝড়, রেলকে বেলাইন করে ফাইনালে বাংলার মেয়েরা, ট্রফির স্বপ্ন দেখা শুরু
Bengal Cricket Team: কোয়ার্টার ফাইনালে রেকর্ড রান তাড়া করে জিতেছিল বাংলা। সেমিফাইনালে রেলের বিরুদ্ধেও তিনশোর বেশি রান তাড়া করে জিতলেন বাংলার মেয়েরা।
রাজকোট: মহিলাদের ক্রিকেটে বাংলার জয়ের অশ্বমেধ দৌড়চ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিনিয়র মহিলাদের ওয়ান ডে টুর্নামেন্টে (Senior Women’s One-Day Trophy) কয়েকদিন আগেই সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতায় রেকর্ড গড়েছিল বাংলা। শুক্রবার রাজকোটে মহিলাদের ওয়ান ডে টুর্নামেন্টের সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন রেলওয়েজকে (Bengal vs Railways) বেলাইন করল বাংলা। পৌঁছে গেল ফাইনালে।
কোয়ার্টার ফাইনালে রেকর্ড রান তাড়া করে জিতেছিল বাংলা। সেমিফাইনালে রেলের বিরুদ্ধেও তিনশোর বেশি রান তাড়া করে জিতলেন বাংলার মেয়েরা। বাংলার সামনে ৩০১ রান তুলে ম্যাচ জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রেল। ৪৯ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল বাংলা।
১২৩ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন ধারা গুজ্জর (Dhara Gujjar)। ১৬টি বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংসে প্রতিপক্ষ বোলারদের নাকানিচোবানি খাওয়াল। তাঁকে সঙ্গত করলেন মিতা পাল। ৬৬ বলে আগ্রাসী ৭৬ রান করলেন তিনি। তনুশ্রী সরকার ৪৭ বলে ৩৫ রান করলেন।
ম্যাচের শেষে ধারা গুজ্জর বলেন, 'আমি প্রাথমিক ব্যাপারগুলোয় জোর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল ম্যাচটাকে যতটা সম্ভব টেনে নিয়ে যাওয়া এবং লক্ষ্যের যতটা সম্ভব কাছে পৌঁছনো। পিচ ব্যাটিংয়ের সহায়ক ছিল। আর সেট হয়ে গেলে বড় রান না করার কোনও কারণ ছিল না। মিতার সঙ্গে আমার পার্টনারশিপ দলকে সাহায্য করেছে।'
আরও পড়ুন: অবাক আউট রোহিত! কেন বারবার ব্যর্থ হচ্ছেন? কারণ খুঁজে বার করলেন গাওস্কর
সোমবার ফাইনালে বাংলার সামনে মধ্য প্রদেশ। চলতি মরশুমে সিনিয়র মহিলাদের টুর্নামেন্টেরও ফাইনালে উঠেছিলেন বাংলার মেয়েরা। সেই হিসেবে একই মরশুমে পরপর দুটি বড় টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলা।
শুক্রবার রাজকোটে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে রেলওয়েজ তুলেছিল ৩০০/৫। জোড়া সেঞ্চুরি উপহার দেয় রেলওয়েজ। সি এইচ ঝাঁসি লক্ষ্মী ১২০ ও নুজহত পরবিন ১১৬ রান করেন। বাংলার অধিনায়াক সাইকা ইশাক ৪৮ রানে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ধারার ঝড়ের সামনে উড়ে গেল রেলওয়েজ।
আরও পড়ুন: মাঠেই হার্ট অ্যাটাক হয়ে যেত স্টিভ স্মিথের! বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির পর কী বললেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।