Bengal vs MP: তিতাস-রিচা খেললেও মধ্য প্রদেশের কাছে বিরাট পরাজয় বাংলার, ঝুলনের সামনেই ফাইনালে স্বপ্নভঙ্গ
BCCI Women: রাজকোটে সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে মধ্য প্রদেশের কাছে ৭ উইকেটের বিরাট ব্যবধানে হার মানতে হল সাইকা ইশাকদের।
রাজকোট: অনূর্ধ্ব ১৫ পর্যায়ে দেশের সেরা হয়েছে বাংলা। ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে ট্রফি নিয়ে কলকাতায় ফিরেছিল বাংলার মেয়েরা। তবে সিনিয়র পর্যায়ে ফাইনালে স্বপ্নভঙ্গ হল বাংলার। রাজকোটে সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে মধ্য প্রদেশের কাছে ৭ উইকেটের বিরাট ব্যবধানে হার মানতে হল সাইকা ইশাকদের।
রাজকোটে সোমবার ফাইনালে মধ্য প্রদেশের সামনে কার্যত দাঁড়াতেই পারল না বাংলা। যদিও এই ম্যাচের আগে বাংলা শিবির আরও টগবগে হয়ে উঠেছিল দুই তারকার দলে যোগদানে। তিতাস সাধু ও রিচা ঘোষ। দুজনই জাতীয় শিবিরে ছিলেন। মধ্য প্রদেশের বিরুদ্ধে ফাইনালে দুজন খেলবেন ভেবেই আরও ইতিবাচক হয়ে উঠেছিল বাংলা। কোচ প্রবাল দত্তও জানিয়েছিলেন যে, তিতাস ও রিচার অন্তর্ভুক্তি বাংলা দলকে আরও শক্তিশালী করে তুলবে।
যদিও ফাইনালে মধ্য প্রদেশের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল বাংলা। ব্যাটিং বিপর্যয়ের ধাক্কায় চুরমার হল বাংলার ট্রফি জয়ের স্বপ্ন। টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল মধ্য প্রদেশ। গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থাকা ধারা গুজ্জর ফাইনালে চূড়ান্ত ব্যর্থ। ৮ বল খেলে কোনও রান না করে আউট হয়ে গেলেন। রান পাননি অপর ওপেনার ষষ্ঠী মণ্ডল। ৫ রানে আউট হন। চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই ফিরে যান রিচা। ৪.২ ওভারে ১৬/৩ হয়ে গিয়েছিল বাংলা।
শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলা। ৩৮.২ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। ব্যাট হাতে একমাত্র লড়াই করলেন প্রিয়ঙ্কা বালা। ৪২ রান করেন তিনি। মধ্য প্রদেশের ক্রান্তি গৌড় ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে মধ্য প্রদেশ। শুরুতেই তাদের ওপেনার জিন্সি জর্জকে ফিরিয়ে দিয়েছিলেন তিতাস। কিন্তু তারপর আর চেপে ধরা যায়নি মধ্য প্রদেশকে। ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাকে কোণঠাসা করে ফেলেন অনুষ্কা শর্মা। তিতাস ৩ উইকেট নিয়েছেন।
বাংলা শিবিরের মেন্টর হিসাবে ছিলেন কিংবদন্তি ঝুলন গোস্বামী। তাঁর সামনে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। বোর্ডের সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মধ্য প্রদেশ।
আরও পড়ুন: যশস্বীকে ভুল আউট দিয়ে কি ভারতকে হারিয়ে দিলেন বাংলাদেশের আম্পায়ার? শরফুদ্দৌলাকে নিয়ে তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।