Bengal Pro T20: রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জিতেও ছিটকে গেল হাওড়া, বেঙ্গল প্রো টি-২০-র সেমিফাইনালে কোন ৪ দল?
Eden Gardens: লিগ পর্বে ৭ ম্যাচে ৬টি জয়, ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান নিশ্চিত করে ফেলল মালদা। সেই সঙ্গে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শিলিগুড়ি।
কলকাতা: সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবার ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20) সোবিস্কো স্ম্যাশার্স মালদার (Sobisco Smashers Malda) সামনে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করার হাতছানি। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে (Servotech Siliguri Strikers) ৬ উইকেটে হারিয়ে যে লক্ষ্য পূরণ করল সোবিস্কো স্ম্যাশার্স মালদা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা পাকা করল তারা।
লিগ পর্বে ৭ ম্যাচে ৬টি জয়, ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান নিশ্চিত করে ফেলল মালদা। সেই সঙ্গে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শিলিগুড়ি। এই ম্যাচ তাদের জিততেই হতো। কিন্তু হেরে যাওয়ায় ৭ ম্যাচে তাদের পয়েন্ট হল মাত্র ৪। মাত্র ২টি ম্যাচ জিতেছে শিলিগুড়ি স্ট্রাইকার্স।
ইডেনে প্রথম ব্যাট করে ২০ ওভারে ১৮৮/৬ স্কোর তোলে শিলিগুড়ি স্ট্রাইকার্স। ৩৯ বলে বিধ্বংসী ফর্মে ব্যাট করে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন তরুণ গোদারা। বিকাশ করেন ১৫ বলে ৩০ রান। মালদার হয়ে দুটি করে উইকেট গীত পুরি ও ঋত্বিক চট্টোপাধ্যায়ের। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই লক্ষ্যপূরণ মালদার। বল হাতে উইকেট তোলার পর ব্যাটেও নজর কাড়লেন ঋত্বিক। ৩৭ বলে করলেন ৫৯ রান। এছাড়া রান পেয়েছেন অখিল (৩১ বলে ৫৬) ও জয়জিৎ বসু (২২ বলে ৩৮ রান)। ১৯.৪ ওভারে ১৯১/৪ তুলে নেয় মালদা।
রুদ্ধশ্বাস জয় হাওড়ার
ইডেনে চলতি বেঙ্গল প্রো টি-২০ লিগে প্রথমবার দুশোর স্কোর পেরল কোনও দল। বলা ভাল, একই ম্যাচে দুই দল। শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) নাটকীয় ম্যাচে ১ রানে হারাল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors)। তবু রান রেটে সামান্য পিছিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পেল না। পয়েন্ট সমান হলেও (৭ ম্যাচে ৮ পয়েন্ট) নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে গেল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। ৬ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়ায় সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল রাঢ় টাইগার্স। বেঙ্গল প্রো টি-২০ লিগে পুরুষ বিভাগে সেমিফাইনালে ওঠা চার দল হল কলকাতা টাইগার্স, মুর্শিদাবাদ কিংস, স্ম্যাশার্স মালদা ও মেদিনীপুর উইজার্ডস।
সোমবার প্রথমে ব্যাট করে হাওড়া তোলে ২১৫/৮। ৩৩ বলে ৫৫ রান পঙ্কজ সাউয়ের। ৩৮ বলে ৫৪ সক্ষম চৌধুরীর। অভিষেক দাস ২১ বলে করেন ৪৭।
রান তাড়া করতে নেমে ৪৮ বলে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন শাহবাজ আমেদ। অরিন্দম ঘোষ করেন ৩৬ বলে ৫৮। সুমন্ত গুপ্ত করেন ১৮ বলে ৪০। তবে ২১৪/৬ স্কোরে আটকে যায় রাঢ় টাইগার্স।
আরও পড়ুন: রোহিত-ঝড়ের পর বোলারদের দাপট, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।