Mohun Bagan: স্থানীয় ক্রিকেটে টি-২০ চ্যাম্পিয়ন মোহনবাগান, সৌরভ-ঝুলনের সামনে মেয়েদের ট্রফি জিতল মহমেডান
CAB Local Cricket: সিএবি আয়োজিত জে সি মুখোপাধ্যায় টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন শিবির।

কলকাতা: স্থানীয় ক্রিকেটের টি-২০ টুর্নামেন্টে বড়সড় সাফল্য মোহনবাগানের। সিএবি আয়োজিত জে সি মুখোপাধ্যায় টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন শিবির (Mohun Bagan crowned champions of JC Mukherjee T20 meet)।
শুক্রবার ইডেন গার্ডেন্সে জে সি মুখোপাধ্যায় টি-২০ টুর্নামেন্টের ফাইনালে কালীঘাট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে দিল মোহনবাগান। প্রথমে ব্য়াট করে কালীঘাট ক্লাব নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৭৯/৭। সায়ন শেখর মণ্ডল ৪১ বলে ৬২ রান করেন। ২৬ বলে ৫০ রান করেন শুভম চট্টোপাধ্যায়। অরুণ চাপরানা ১১ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন। মোহনবাগানের হয়ে ৩০ রান খরচ করে ৩ উইকেট নেন প্রদীপ কুমার।
১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে, ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে নেয় মোহনবাগান। বাংলা দলের নিয়মিত ক্রিকেটার সুদীপ কুমার ঘরামি ২৮ বলে ৬২ রান করেন। শুভঙ্কর বল ১৬ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। গীতাংশ খেরা ২৩ বলে করেন ৩৯ রান। কালীঘাট ক্লাবের হয়ে অরুণ চাপরানা ও কৌশিক মাইতি দুটি করে উইকেট পেলেও সবুজ-মেরুন ইনিংসকে দমিয়ে রাখতে পারেননি।
মহিলাদের টি-২০-তে চ্যাম্পিয়ন মহমেডান
সিএবি আয়োজিত মহিলাদের ক্লাব ক্রিকেট লিগ টি-২০-তে চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং (Md Sporting Club) । শুক্রবার ইডেন গার্ডেন্সে ফাইনালে এরিয়ান ক্লাবকে ৪৬ রানের বিরাট ব্যবধানে (রান রেটের নিরিখে) হারাল তারা । মহমেডান স্পোর্টিংয়ের অদৃজা সরকার ফাইনালের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন। ৫৬ বলে অপরাজিত ৫৯ রান করেন তিনি ।
প্রথমে ব্যাট করে মহমেডান স্পোর্টিং করে ১৩৭/৬। মিতা পাল ২৪ রান করেন । ২ উইকেট সুস্মিতা গঙ্গোপাধ্যায়ের। জবাবে এরিয়ান ক্লাবের স্কোর যখন ১৫.৩ ওভারে ৯১/৬, বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি না থামায় রান রেটের নিরিখে বিজয়ী ঘোষণা করা হয় মহমেডানকে। ১৫ রানে তিন উইকেট প্রত্যুষা দে-র। বিশাখা দাস ৩১ রানে নেন ২ উইকেট ।
পুরস্কার বিতরণ করতে ইডেনে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। মহিলা ক্রিকেটারদের উদ্দেশে সৌরভ বলেন, 'মহমেডান স্পোর্টিংকে অভিনন্দন। প্রত্যেক ক্রিকেটারের উচিত এই মঞ্চকে কাজে লাগানো ও বাংলা তথা ভারতের ক্রিকেটের মুখ উজ্জ্বল করা।' ঝুলন বলেন, 'অদৃজা ব্যাট হাতে ধারাবাহিক। দারুণ ম্যাচ হয়েছে।'




















