Champions Trophy: পাকিস্তানে যাচ্ছেন অমিত শাহ-র পুত্র? গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনে আমন্ত্রণ জয় শাহকে
Jay Shah: এই পরিস্থিতিতে কি পাকিস্তানে পা রাখতে চলেছেন জয় শাহ? আইসিসি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি যাঁর আর একটি পরিচয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র।

লাহৌর: ভারতের আপত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) এককভাবে আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বরং টুর্নামেন্ট হতে চলেছে হাইব্রিড মডেলে। কেন্দ্রীয় সরকারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেট দল ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে না। ভারত যদি টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, সব ম্যাচই হবে দুবাইয়ে।
এই পরিস্থিতিতে কি পাকিস্তানে পা রাখতে চলেছেন জয় শাহ? আইসিসি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি যাঁর আর একটি পরিচয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি ইতিমধ্যেই গদ্দাফি স্টেডিয়ামের (Gaddafi Stadium ) উদ্বোধনের তারিখ ঘোষণা করে দিয়েছেন। স্টেডিয়ামটির উদ্বোধন হবে ৭ ফেব্রুয়ারি। সেই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হাজির থাকবেন। পাশাপাশি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন যে, তাঁরা ১৬ ফেব্রুয়ারি লাহৌরে একটি বড় অনুষ্ঠান আয়োজন করছেন। সেখানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ-সহ বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ডের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
মহসিন নকভি সাংবাদিকদের বলেছেন, 'গদ্দাফি স্টেডিয়াম ৭ ফেব্রুয়ারি উদ্বোধন হবে। উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ৭ ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। গত বছরের সেপ্টেম্বর মাসে স্টেডিয়ামটি ভেঙে ফেলা হয়েছিল এবং অক্টোবর থেকে পুনঃনির্মাণ কাজ শুরু হয়। আমরা কথা দিয়েছিলাম যে, জানুয়ারির শেষ নাগাদ কাজ সম্পূর্ণ হবে। তা প্রায় হয়েই গিয়েছে।'
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে বিরাট বদল! প্রস্তাব দিয়ে বোর্ডকে চিঠি পাঠাবেন বাংলার কোচ
গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন হবে ৭ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গদ্দাফি স্টেডিয়াম পরিদর্শন করবেন। সেদিন থেকেই এই স্টেডিয়ামে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছেন যে, তাঁরা ১৬ ফেব্রুয়ারি লাহৌরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবেন। নকভি বলেছেন, 'আমরা ১৬ ফেব্রুয়ারি লাহৌরের অনুষ্ঠানে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে আমন্ত্রণ জানাচ্ছি।'
গদ্দাফি স্টেডিয়ামের সংস্কারের কাজ ঢিমে তালে হচ্ছে বলে পিসিবি কড়া সমালোচনার শিকার হয়েছে। স্টেডিয়ামের সংস্কারের সময়সীমা বারবার পিছিয়েছে। তবে, পিসিবি আশা করছে যে, সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সুষ্ঠুভাবে আয়োজিত হবে।
আরও পড়ুন: ধোনিকে না দেখে ব্যাট করতে নেমে ম্যাচের সেরা! ঋদ্ধিমানের অজানা গল্প শোনালেন স্ত্রী রোমি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
