Duleep Trophy 2023: জাতীয় দল থেকে বাদ, দলীপ ট্রফি দিয়েই শুরু পূজারার প্রত্যাবর্তনের লড়াই
Cheteshwar Pujara: পূজারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাত্র ১৪ ও ২৭ রান করেছিলেন। নাগাড়ে হতাশাজনক পারফরম্যান্সের পরেই তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হল।
মুম্বই: আজ, শুক্রবারই (২৩ জুন) ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে (BCCI) আসন্ন ক্যারিবিয়ান সফরের জন্য (IND vs WI) ভারতীয় দলের (Team India) ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ জুলাই থেকে শুরু হচ্ছে তিন ফর্ম্যাটের সিরিজ। সেই সিরিজের জন্য টেস্ট এবং ওয়ান ডে দলের ঘোষণা করা হয়েছে। ভারতীয় টেস্ট দল থেকে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)।
দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে তিন নম্বরে নামতে দেখা গিয়েছে পূজারাকে। বহু স্মরণীয় জয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছেন পূজারা। তবে হালে পূজারার ব্যাট থেকে বড় রানের ইনিংস আসেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পূজারা তেমন প্রভাবিত করতে পারেননি। প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ২৭ রান করেন পূজারা। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়।
সেই হারের প্রায় মাসখানেক পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। পরপর হতাশাজনক পারফরম্যান্স ও খারাপ ফর্মের জন্য সেই সিরিজে থেকে তাই বাদ পড়তে হল পূজারাকে। তাঁর বদলে ভারতীয় টেস্ট স্কোয়াডে প্রথমবার জায়গা করে নিলেন তরুণ টপ অর্ডার ব্যাটার যশস্বী জয়সওয়াল। সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। দুই তরুণ ব্যাটার এ মরশুমের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁদের পারফরম্যান্স বেশ ভাল। সেই ভিত্তিতেই তাঁদেরকে জাতীয় দলে ডাকা হয়েছে।
এই তরুণ ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাঁদের বদলি হিসাবেই আসন্ন দলীপ ট্রফিতে (Duleep Trophy 2023) পশ্চিমাঞ্চলের হয়ে খেলতে নামবেন পূজারা। তাঁর পাশাপাশি আরেক তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকেও পশ্চিমাঞ্চলের হয়ে খেলতে দেখা যাবে। সূর্যকুমার ক্যারিবিয়ান সফরে ভারতীয় ওয়ান ডে দলের হয়ে সুযোগ পেলেও, টেস্ট স্কোয়াডে নেই। ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজ ২৭ জুলাই থেকে শুরু হবে। সেখানে দলীপ ট্রফি শুরু ৫ জুলাই। তাই স্পষ্টতই সূর্যকুমারের হাতে বেশ খানিকটা সময় রয়েছে।
এই সময়ের সুযোগ নিয়েই ওয়ান ডে সিরিজের আগে সম্ভবত সূর্য যাতে নিজের প্রস্তুতি সারতে পারেন, সেইজন্যই তাঁকে দলীপ ট্রফির স্কোয়াডে ডাকা হচ্ছে। অপরদিকে, পূজারার সামনে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করলে জাতীয় দলে ফেরার সুযোগ থাকছেই। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও নাকি তাঁকে জানিয়েছেন যে জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ নয়। তাই নিশ্চিত ভাবেই বাড়তি উদ্যম নিয়ে তাঁকে দলীপ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?