Daren Sammy: ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে তিন ফর্ম্যাটেই কোচ করল ওয়েস্ট ইন্ডিজ
West Indies: গত বছর থেকেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) টি-টোয়েন্টি ও ওয়ান ডে দলের কোচের দায়িত্ব পালন করছেন ড্যারেন স্যামি (Daren Sammy)।
ব্রিসবেন: গত বছর থেকেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) টি-টোয়েন্টি ও ওয়ান ডে দলের কোচের দায়িত্ব পালন করছেন ড্যারেন স্যামি (Daren Sammy)। এবার প্রাক্তন অলরাউন্ডারের দায়িত্ব আরও বাড়ল। আগামী বছরের এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলেরও কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। আন্দ্রে কোলের পরিবর্ত হিসাবে দায়িত্ব নেবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মাইলস বাসকম্ব সাংবাদিকদের জানিয়েছেন, স্যামির নতুন দায়িত্বের কথা। আর তারপর থেকেই স্যামিকে অভিনন্দন জানাতে শুরু করেছেন সকলে। স্যামি জানিয়েছেন, তিনি জানতেনও না যে, তাঁর জন্য এত বড় দায়িত্ব ভেবে রেখেছে দেশের ক্রিকেট বোর্ড। স্যামির কথায়, 'যে কোনও ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। সেটা যে কোনও ভূমিকাতেই হোক না কেন। তবে এই দায়িত্ব পাওয়ার খবরটা ছিল আমার কল্পনারও বাইরে।'
কোচ ড্যারেন স্যামির প্রশিক্ষণে ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালের মে মাসের পর থেকে ২৮টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৫টি ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সাতটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে জিতেছে ৪টিতে। টি-টোয়েন্টিতেও ঘরের মাঠে জিতেছে ৪টি সিরিজ। এবং সেটাও নামী প্রতিপক্ষদের বিরুদ্ধে। ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। তবে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সব মিলিয়ে কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্যামির প্রশিক্ষণে ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২০টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: ব্যাট হাতে ফের ব্যর্থ রোহিত, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, 'বাকি সব তো উড় গয়ে...'
টেস্ট ফর্ম্যাটে কোলের অধীনে ২০২৩ সালের মে মাসের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের হারের সংখ্যাই বেশি। হেরেছে ৭টি ম্যাচ। জয় ও ড্র মাত্র দুটি করে ম্যাচে। এই সময়ে কোনও টেস্ট সিরিজও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্যারিবিয়ানরা রয়েছে একেবারে নীচে। এমনকী বাংলাদেশেরও পরে। সেই কারণেই স্যামিকে সব ফর্ম্যাটে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট ডিরেক্টর মাইলস বাসকম্ব বলেছেন, 'আমরা স্যামির দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছি। টেস্ট দলেরও কোচ হিসাবে ও দায়িত্ব পালন করবে।'
আরও পড়ুন: আচমকা অবসর ঘোষণা কেকেআরে খেলা ক্রিকেটারের, মাত্র ৩১ বছর বয়সে!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।