INDW vs ENGW: ব্যাটে, বলে দুরন্ত দীপ্তি, হাফসেঞ্চুরি হাঁকালেন স্মৃতি, হরমনও, তাও বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করল ভারত
ICC Women's World Cup 2025: দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর আজ ইংল্যান্ডের বিরুদ্ধেও ফের হারল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।

ইনদওর: জোড়া দিয়ে বিশ্বকাপ (ICC Women's World Cup 2025) অভিযান শুরু করেছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ফের হার। এই পরাজয়ের ফলে হরমনপ্রীত কৌরদের বিশ্বকাপের শেষ চারে পৌঁছনো নিয়েই সংশয় তৈরি হয়ে গেল। এক সময়ে নিশ্চিত জয়ের পথে অগ্রসর হওয়া ভারতীয় দলকে শেষমেশ চার রানে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল।
এদিন টস হেরে প্রথমে ফিল্ডিং করেছিল ভারতীয় দল। নতুন বল হাতে উইকেট নিতে ব্যর্থ হয় ভারতীয় বোলাররা। ইংল্যান্ড প্রথম পাওয়ার প্লেতে ৪৪ রান তুললেও কোন উইকেট হারায়নি। অবশেষে ১৬তম ওভারে ট্যামি বউমন্টকে ২২ রানে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। আরেক ওপেনার অ্যামি জোন্সকেও তিনিই ফেরান। তবে ততক্ষণে অ্যামি অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলেছেন। মিডল ওভারগুলিতে একেবারে হেসেখেলে রান তোলেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ ব্যাটার হায়দার নাইট ও ন্যাট শিভার-ব্রান্ট। তৃতীয় উইকেটে দুইজনে শতরানের পার্টনারশিপ গড়েন।
এই পার্টনারশিপে ভর করেই বিরাট রানের পথে অগ্রসর হচ্ছিল ইংল্যান্ড। শ্রী চরণী অবশেষে শিভার-ব্রান্টকে ৩৮ রানে আউট করে সেই পার্টনারশিপ ভাঙেন। তবে হায়দার নাইট নিজের অনবদ্য ইনিংস অব্যাহত রাখেন। মাত্র ৮৬ বলে শতরান হাঁকান তিনি। তবে শেষমেশ রান আউট হয়ে তাঁর ইনিংস থামে। এরপরেই ভারতীয় স্পিনাররা দলকে ম্যাচে ফেরান। দীপ্তিরা দুরন্ত বোলিংয়ে ইংল্যান্ডের রানের গতি কমান। তিনি আরও দুই উইকেট নেন। শেষমেশ চার্লি ডিন ১৯ রানের ইনিংসে ইংল্যান্ডকে ২৮৮ রান তুলতে সাহায্য করেন।
বল হাতে শুরুটা ভাল হয়নি, আর ব্যাটে নেমেও শুরুটা তেমনই হতাশাজনকভাবেই করে ওমেন ইন ব্লু। ১৩ রানেই ভাঙে ওপেনিং পার্টনারশিপ। ছয় রানে আউট হন প্রতীকা রাওয়াল। হরলীন দেওল ফেরেন ২৪ রানে। তবে এই পরিস্থিতিতেই হাল ধরেন দলের দুই অভিজ্ঞতম ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর। স্মৃৃতি ৬০ ও হরমনপ্রীত ৫৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন। ১০৪ বলে শতরানের পার্টনারশিপ পূরণ করেন তাঁরা। এই সময় ম্যাচ ভারতের নাগালে চলে এসেছিল।
তবে চেনা ছবিটাই যেন ধরা পড়ল আবার। জয়ের পরিস্থিতি তৈরি করেও, জয় এল না। একে একে স্মৃতি (৮৮), হরমনপ্রীত (৭০) সকলেই সেট হয়েও ম্যাচ শেষ করে ফিরতে পারলেন না। তাও দীপ্তির অর্ধশতরানে ভারত ম্যাচে বজায় ছিল। ৫ ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান। হাতে পাঁচ উইকেট। ক্রিজে দীপ্তির সঙ্গে উপস্থিত ছিলেন রিচা ঘোষ। অনেকেই ধরে নিয়েছিলেন এই পরিস্থিতি ভারতের ঘরে দুই পয়েন্ট আসছে। তবে তা আর হল কই। রিচা আজ ব্যর্থ। তিনি মাত্র আট রানে ফেরেন। দীপ্তিও একেলস্টোনের বিরুদ্ধে বড় শটের চেষ্টা করে মাঠের অনেকটা ভিতরেই সোফিয়া ডাঙ্কলির হাতে ধরা দেন।
অলরাউন্ডার অমনজ্যোৎ কৌর ও স্নেহ রানা উভয়েই ব্যাটিং করতে পারলেও, তাঁদের ব্যাট থেকে প্রয়োজনের সময় বড় শট এল না। ফলত ২৮৪ রানেই থামল ভারতীয় ইনিংস। এক সময় নিশ্চিত জয়ের পথে এগানো ভারতীয় দল মাঠেই দুই পয়েন্ট ফেলে দিয়ে এল। দুই পয়েন্ট নিয়ে ইংল্যান্ড পৌঁছে গেল সেমিফাইনালে।




















