Argentina Football Association: ফিফার শাস্তির মুখে পড়তে চলেছে আর্জেন্তাইন ফুটবল সংস্থা?
Argentina: বিশ্বজয়ের পর আর্জেন্তিনার জয় উদযাপন ঘিরে নানা তর্ক বিতর্ক শুরু হয়। এবার এই বিতর্কিত সেলিব্রেশনের ফলেই ফিফারI শাস্তির মুখে পড়তে হতে পারে আর্জেন্তিনা ফুটবল সংস্থা।
জুরিখ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina Football Team)। অবশেষে লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। তবে বিশ্বজয়ের পর আর্জেন্তিনার জয় উদযাপন ঘিরে নানা তর্ক বিতর্ক শুরু হয়। এবার এই বিতর্কিত সেলিব্রেশনের ফলেই ফিফার (FIFA) শাস্তির মুখে পড়তে হতে পারে আর্জেন্তিনা ফুটবল সংস্থা (Argentina Football Association)। এই ঘটনায় আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচক নিয়ামক সংস্থা ফিফা।
শাস্তির মুখে আর্জেন্তিনা
ফিফার তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'ফিফার নিয়মের অন্তর্গত আর্টিকেল ১১ (খারাপ ব্যবহার ও ফেয়ার প্লের নিয়মভঙ্গ) এবং আর্টিকেল ১২ (খেলোয়াড় ও আধিকারিকদের খারাপ ব্যবহার)-র সম্ভাব্য নিয়মভঙ্গ করার জন্য ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।' আর্জেন্তাইন ফুটবল দলের বিশ্বজয়ের পর এমিলিয়ানো মার্তিনেজ একাধিকবার ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে বিদ্রুপ করে জয় উদযাপন করেন। এক ভাইরাল ভিডিওতে মার্তিনেজকে বিশ্বজয়ের পর সাজঘরে এমবাপের উদ্দেশে এক মিনিটের নীরবতা পালন করার কথা বলতে শোনা যায়। এছাড়াও দেশে ফিরে বুয়েনস আইরেসে দলের বাস প্যারেডের সময় তাঁকে এমবাপের ছবি লাগানো এক পুুতুল হাতেও দেখা যায়।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মেক্সিকান ও ইকুয়ডোরিয়ান ফুটবলসংস্থাকে নিয়মভঙ্গের জন্য যথাক্রমে এক লক্ষ ও ২০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফা। এই দুই ফুটবল দলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচটিতে মাঠে সমর্থকদের উপস্থিতিও নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে, ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও ম্যাচের নিরপত্তায় বিঘ্ন ঘটানো ও দ্বিচারিতার জন্য ফিফা ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে। বিশ্বকাপে ক্রোয়েশিয়া-মরক্কোর তৃতীয় স্থান দখলের ম্যাচের পরিপ্রেক্ষিতেই এই মামলা দায়ের করা হয়েছে।
ইস্টবেঙ্গলের হার
ফের এগিয়ে গিয়েও হারতে হল ইস্টবেঙ্গল এফসি-কে (East Bengal FC)। এ বার তারা হারল জামশেদপুর এফসি-র কাছে (Jamshedpur FC)। গত দশটি ম্যাচে যারা জয়ের মুখ দেখতে পায়নি, তারা যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে হারিয়ে অবশেষে জয়ে ফিরল। শুক্রবার ২-১-এ জিতে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ের মধ্যে থেকে লিগ শেষ করার স্বপ্ন কার্যত ভেঙে চুরমার করে দিল তাদের প্রতিবেশী রাজ্যের দল।
এ দিন ১২ মিনিটের মাথায় ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটন সিলভার গোলে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী। এই নিয়ে লিগে নবম গোল করলেন ক্লেটন। কিন্তু এই গোলের সুফল পাননি ট্র্যাজিক হিরো ক্লেটন। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলীয় ফরওয়ার্ড হ্যারি সয়্যার ও বঙ্গ ফরোয়ার্ড ঋত্বিক দাসের গোলে লিগের দ্বিতীয় জয় ছিনিয়ে নেয় জামশেদপুর এফসি। জেতার জায়গায় থেকেও পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল এফসি।
আরও পড়ুন: রঞ্জিতে ইডেনে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন, আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের সিদ্ধার্থ শর্মার