Venkatesh Prasad: কুম্বলে-শ্রীনাথদের সমর্থন নিয়ে কর্নাটক ক্রিকেট সংস্থার ভোটে জিতে সভাপতি বেঙ্কটেশ প্রসাদ
KSCA Election: রবিবার ভারতের প্রাক্তন ফাস্টবোলার বেঙ্কটেশ প্রসাদকে (Venkatesh Prasad) কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার (কেএসসিএ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বেঙ্গালুরু: ক্রিকেট প্রশাসনে ফের এক প্রাক্তন ক্রিকেটার। সিএবি-র মসনদে ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন। রবিবার ভারতের প্রাক্তন ফাস্টবোলার বেঙ্কটেশ প্রসাদকে (Venkatesh Prasad) কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার (কেএসসিএ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার প্রাক্তন সহ-সভাপতি প্রসাদ অভিজ্ঞ ক্রীড়া প্রশাসক কে এন শান্তাকুমারকে ৭৪৯-৫৫৮ ভোটে পরাজিত করেছেন। এই নির্বাচনে মোট ১৩০৭ জন সদস্য ভোট দিয়েছিলেন।
প্রসাদের সামনে এখন রাজ্যে শীর্ষ স্তরের ক্রিকেটকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ থাকবে, যা ৪ জুন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে হওয়া পদপিষ্টের ঘটনার পর বেশ কোণঠাসা পর্যায়ে চলে গিয়েছিল। মর্মান্তিক যে ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১১ জন ভক্তের মৃত্যু হয়েছিল।
প্রসাদ এবং দ্য প্রিন্টার্স (মহীশূর) প্রাইভেট লিমিটেডের পরিচালক ও পিটিআই বোর্ডের অন্যতম পরিচালক শান্তা কুমার দুজনেই রাজ্যে ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। এটি ছিল তাঁদের নিজ নিজ প্যানেলের প্রধান নির্বাচনী ইস্তেহার।
ভারতের প্রাক্তন ব্যাটার সুজিত সোমসুন্দর সহ-সভাপতি পদের নির্বাচনে ডি বিনোদ শিবাপ্পাকে ৭১৯-৫৮৮ ভোটে পরাজিত করেন। সোমসুন্দর সম্প্রতি কেএসসিএ নির্বাচন লড়ার জন্য বিসিসিআই ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এর শিক্ষা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
এমএস বিনয়কে ৭৩৬-৫৭১ ভোটে হারিয়ে বিএন মধুকার কেএসসিএ-র নতুন কোষাধ্যক্ষ হয়েছেন। অভিজ্ঞ প্রশাসক সন্তোষ মেনন ইএস জয়রামকে ৬৭৫-৬৩২ ভোটে পরাজিত করে নতুন সচিব হিসাবে সংস্থায় ফিরেছেন।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে হওয়া পদদলিত হওয়ার ঘটনায় ১১ জন ভক্তের মৃত্যু এবং অনেকের আহত হওয়ার পরে, জয়রাম এই দুঃখজনক ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে কেএসসিএ সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন।
প্রসাদের নেতৃত্বাধীন প্যানেল অনিল কুম্বলে এবং জাভাগাল শ্রীনাথের মতো প্রাক্তন ভারতীয় খেলোয়াড়দের সমর্থন পেয়েছিল। এই প্যানেল যুগ্ম সচিব পদটি বাদ দিয়ে সব গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে।
এই নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। ব্রিজেশ পটেল সমর্থিত শিবিরে, বি কে রবি যুগ্ম সচিব পদের জন্য ৬৬৯-৬৩৮ ভোটের ব্যবধানে এভি শশীধরকে পরাজিত করে জয়লাভ করেন।
প্রসাদের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রাক্তন মহিলা ক্রিকেটার কল্পনা ভেঙ্কটচার (৭৬৪) এবং কর্নাটকের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান অবিনাশ বৈদ্য (৬৯১) আশিস অমরলালের (৭০৩) সঙ্গে বেঙ্গালুরু অঞ্চল থেকে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।




















