Glenn Maxwell: সূর্যকুমারকে টেক্কা দিয়ে কুড়ির ফর্ম্য়াটে নতুন বিশ্বরেকর্ডের মালিক ম্য়াক্সওয়েল
Australia v Pakistan T20: নিজের ইনিংস খেলার পথে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন ম্য়াক্সওয়েল। ২২৬.৩১ স্ট্রাইক রেটে রান করেছিলেন ডানহাতি ব্যাটার।
ব্রিসবেন: ১৯ বলে ম্য়াচ জেতানো ঝোড়ো ৪৩ রানের ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি যে কেন ভয়ঙ্কর ব্যাটার তা আও একবার বুঝিয়ে দিয়েছেন গ্লেন ম্য়াক্সওয়েল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ম্য়াচের সেরাও হয়েছেন ম্য়াক্সওয়েল। কিন্তু তার থেকেও বড় কথা এই ফর্ম্য়াটে নতুন রেকর্ডের মালিকও হয়ে গেলেন এই অজি অলরাউন্ডার। তিনি টপকে গেলেন সূর্যকুমার যাদবকে। নিজের ইনিংস খেলার পথে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন ম্য়াক্সওয়েল। ২২৬.৩১ স্ট্রাইক রেটে রান করেছিলেন ডানহাতি ব্যাটার।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সর্বোচ্চ রান করার পথে ২০০ বা তার বেশি স্ট্রাইক রেটে সবচেয়ে বেশি ম্য়াচে ব্যাটিং করেছিলেন সূর্যকুমার যাদব। তিনি ৮টি ম্য়াচ ২০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের পর গ্লেন ম্য়াক্সওয়েলের ঝুলিতে সংখ্যাটা হয়ে গেল ৯। তিনি শীর্ষে চলে গেলেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন অ্যারন ফিঞ্চ ও চতুর্থ স্থানে আছেন এবি ডিভিলিয়ার্স।
ব্রিসবেনে গাব্বায় পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে দিল প্রথম টি-টোয়েন্টিতে। বৃষ্টির জন্য ম্য়াচ ৭ ওভারের করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছিল অস্ট্রলিয়া। রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানেই শেষ হয়ে পাকিস্তানের ইনিংস। ওয়ান ডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজে একটা জয় ভীষণভাবে প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার জন্য।
আইপিএলের নিলামের আগে ম্য়াক্সওয়েলকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু নিলামের টেবিলে ওঠার আগে ফের একবার ঝোড়ো ইনিংস খেললেন তারকা অজি ব্য়াটার। এখন দেখার নিলামে কত দর ওঠে অভিজ্ঞ অজি তারকাকে নিতে।
ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল পাকিস্তান। ২০০২ সালের পর থেকে প্রথমবার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছে পাকিস্তান। সিরিজ শুরুর আগে পরিচিত ছিলেন না মহম্মদ হাসনাইন, হ্যারিস রউফরা। তবে ওয়ান ডে সিরিজে অজিদের ব্যাটিং লাইন আপে ত্রাস সৃষ্টি করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওয়ান ডে সিরিজ অস্ট্রেলিয়া দল হেরে যায় ২-১ ব্যবধানে। টি-২০ সিরিজে ওয়ান ডে সিরিজে হারের বদলা নিতে মুখিয়ে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারের ম্য়াচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে ৪৩ রানের বিধ্বংসী প্রলয়লীলা চালান ম্যাক্সওয়েল। ব্রিসবেনের বড় মাঠে যে গতিতে রান করা খুব সহজ নয়। কম ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া ব্যাটাররা চার-ছক্কার প্লাবনে ভাসালেন। ম্যাক্সওয়েলরা মোট ছয় মারলেন ৬টি, আর চার মারলেন ৯টি। পাকিস্তান সেখানে ছয় মারল তিনটি আর বাউন্ডারি সাতটি।