(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Cricket Team: রোহিত-পরবর্তী জমানায় ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক পাণ্ড্য?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়েও বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
নয়াদিল্লি: বিশ্বকাপ জয়ের কয়েক মুহূর্ত পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের পরবর্তী জমানায় ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বে কাকে দেখা যাবে, সেই নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে বোর্ড সচিব জয় শাহ হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) হয়ে ব্যাট ধরেছিলেন। বঢ়োদরার অলরাউন্ডারই তাহলে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন?
আপাতত জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের বিশ ওভারের সিরিজ় খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। সেই দলের নেতৃত্বে রয়েছেন শুভমন গিল। তবে বিশ্বজয়ের পর সিংহভাগ সিনিয়ার ক্রিকেটারকেই এই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে ফিরতে পারেন বলে খবর। সেই সিরিজ়ে হার্দিকই ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে চলেছেন বলে খবর। আর ওয়ান ডে দলের দায়িত্ব দেওয়ার হতে পারে কেএল রাহুলকে (KL Rahul)। রোহিত এবং কোহলিকে এই সিরিজ়েও বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর।
বিসিসিআইয়ের এক সূত্র ANI-কে বলেন , 'হার্দিক টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন। রোহিত তো নিজের অবসর ঘোষণা করেছেন। হার্দিককে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। অপরদিকে, রোহিত শর্মার অনুপস্থিতিতে রাহুল ওয়ান ডে দলকে নেতৃত্ব দেবে। বোর্ড কর্তারা রাহুলকে এই ফর্ম্যাটের গুরুত্বপূর্ণ অঙ্গ মনে করেন এবং এতে রাহুল বড় রানও করেন।'
হার্দিক ভারতের বিশ্বজয়ী দলের অঙ্গ ছিলেন। রোহিতের অনুপস্থিতিতে ২০২২-২৩ সালে প্রায় এক বছর টিম ইন্ডিয়াকে সিংহভাগ বিশ ওভারের সিরিজ়ে হার্দিকই নেতৃত্ব দিয়েছেন। তাই তিনি দায়িত্ব নিলে কেউই তেমন অবাক হবেন না। অপরদিকে, রাহুল ২০২৩ সালের বিশ্বকাপের পর বিশের বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পাননি। কিন্তু তিনি ৫০ ওভারের বিশ্বকাপে নজর কাড়া পারফর্ম করেছিলেন। তাই ওয়ান ডে ফর্ম্যাটে তাঁর দলে জায়গা পাওয়া নিয়েও তেমন কোনও প্রশ্নচিহ্ন নেই।
ঘটনাক্রমে, এই সিরিজ়ের মাধ্যমেই রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে প্রথমবারের জন্য দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীর। মঙ্গলবারই তাঁকে কোচ হিসাবে সরকারিভাবে ঘোষণা করা হয়। তাই লঙ্কান সিরিজ়ের দিকে কিন্তু ভারতীয় সমর্থকদের বাড়তি নজর থাকবেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ১০ উইকেটে দাপুটে জয়ে সিরিজ় ড্র ভারতের, প্রোটিয়াদের সঙ্গে মিলে অভিনব সেলিব্রেশন জেমাইমাদের