Womens Asia Cup: অধিনায়ক হরমনপ্রীত, ভারতের এশিয়া কাপের দলে বাংলার রিচা-দীপ্তি
Indian Womens Cricket Team: ১৫ জনের দলে বাংলা থেকে জায়গা করে নিয়েছেন দুই ক্রিকেটার। শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ। এবং দীপ্তি শর্মা, যিনি উত্তর প্রদেশের হলেও ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে।
মুম্বই: মহিলাদের এশিয়া কাপের জন্য ভারতীয় দল নির্বাচিত হল। ১৫ জনের দলে বাংলা থেকে জায়গা করে নিয়েছেন দুই ক্রিকেটার। শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। এবং দীপ্তি শর্মা, যিনি আদপে উত্তর প্রদেশের হলেও ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে।
রিচা ঘোষের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে উমা ছেত্রীকে। অভিজ্ঞ অরুন্ধতী রেড্ডিরও নাম রয়েছে ভারতীয় দলে। তবে দলে সুযোগ পাননি বাংলার সাইকা ইশাক। ডব্লিউপিএলে যিনি নজরকাড়া পারফর্ম করেছিলেন। তবে সাইকাকে স্ট্যান্ড বাই হিসেবে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই সঙ্গে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে যাচ্ছেন শ্বেতা শেরাওয়াত, তনুজা কানওয়ার ও মেঘনা সিংহ।
এশিয়া কাপের সবকটি ম্যাচ হবে শ্রীলঙ্কার ডাম্বুলায়। ১৯ জুলাই শুরু হবে ৮ দলের এই প্রতিযোগিতা। ভারতের মহিলা দল এশিয়া কাপের এ-গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বে ভারতের সঙ্গে রয়েছে নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ১৯ জুলাই অর্থাৎ টুর্নামেন্টের প্রথম দিনেই ভারতের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে। ২১ জুলাই ভারত মাঠে নামবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ২৩ জুলাই গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে।
টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া ও তাইল্যান্ড। দুটি গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালে উঠবে। ২টি সেমিফাইনালই হবে ২৬ জুলাই। ২৮ জুলাই আয়োজিত হবে ফাইনাল।
মহিলাদের এশিয়া কাপে ভারতই সবচেয়ে সফল দল। এখনও পর্যন্ত সব থেকে বেশিবার এশিয়া কাপ জিতেছে ভারত। মোট ৭ বার।তবে ২০১৮ সালের ফাইনালে বাংলাদেশের কাছে পরাজিত হতে হয়েছিল ভারতকে। ২০২২ সালে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জেতেন হরমনপ্রীত কৌররা। এবার ভারতের সামনে খেতাব রক্ষার লড়াই।
A look at the @ImHarmanpreet-led squad for #WomensAsiaCup2024 in Sri Lanka 👌👌#TeamIndia | #ACC pic.twitter.com/g77PSc45XA
— BCCI Women (@BCCIWomen) July 6, 2024
ঘোষিত ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ়, রিচা ঘোষ (উইকেটকিপার), ঊমা ছেত্রী (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়ঙ্কা পাটিল ও সঞ্জনা সজীবন।
আরও পড়ুন: কোপা আমেরিকার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল