IND vs PAK: বাবরদের তাতাতে এ কী মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? সোশ্য়াল মিডিয়ায় শুরু বিদ্রুপ
Pakistan Prime Minister Shehbaz Sharif: ম্য়াচের আগেই ভারতীয় দলকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, যদি পাকিস্তান ভারতকে টেক্কা না দেয় তবে তাঁর নামও বদলে ফেলবেন।

করাচি: যতই দুটো দেশের সম্পর্ক তলানিতে থাক। যতই দুটো দেশের মধ্য়ে দ্বিপাক্ষিক সিরিজ না হোক। তবুও আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই বিশেষ কিছু হবেই। এই ম্য়াচের উত্তেজনাও থাকে চরমে। ম্য়াচের আগেই ভারতীয় দলকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়ে দিয়েছেন যে যদি পাকিস্তান ভারতকে টেক্কা না দেয় তবে তাঁর নামও বদলে ফেলবেন। হ্যাঁ, এমনই কড়া চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। তবে শুধু ২২ গজের মধ্যেই সীমাবদ্ধ থেকে নয়। আর্থ-সামাজিক দিক দিয়েও ভারতকে টেক্কা দেওয়ার কথা জানিয়েছেন শেরিফ।
সম্প্রতি দেরা গাজি খানে এক মিছিলে অংশ নিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানেই শরিফ বলেন, ''যদি ঈশ্বর সদয় হন, তবে আমরা প্রচুর পরিশ্রম করব। আমরা অনেক কষ্ট করব। দিন রাত এক করে পরিশ্রম করতে হবে আমাদের। এরপর একটা দিন আসবে, যেদিন অবশ্যই আমরা ভারতকে পেছনে ফেলতে পারব। যদি তা না হয়, তবে আমার নাম শেহবাজ শরিফ নয়।''
If I don't defeat #India, my name is not Shehbaz Sharif," says PM Shehbaz, pledging to outpace regional rivals like India in development. Speaking in Dera Ghazi Khan, he emphasized the need for unprecedented federal-provincial collaboration to steer Pakistan towards progress.… pic.twitter.com/nQudEuLH2K
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) February 22, 2025
যদিও সোশ্য়াল মিডিয়ায় শরিফের এই বক্তব্যের ক্লিপ ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই তাঁকে খোঁচা দিয়েছেন। কেউ বলেছেন, ''তাহলে অন্য নাম ভেবে রাখতে হবে।'' কেউ বলেছেন, ''আজ সকালে ওষুধ নেননি নিশ্চয়। মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার।''
খেলার মাঝেই মাঠ ছাড়লেন শামি
এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সেই মহম্মদ শামিকেই মাঠ ছাড়তে হল! যা দেখে প্রবল উৎকণ্ঠায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। মাত্র ৩ ওভার বল করেই মাঠ থেকে বেরিয়ে গেলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ফাস্টবোলার। চোট পেয়েছেন তিনি। সবচেয়ে উদ্বেগের হচ্ছে, শামির পায়ের গোড়ালি সংলগ্ন জায়গায় সমস্যা তৈরি হয়েছে। গোড়ালির চোটের জন্যই প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি।
রবিবার টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ভারতের পেস বোলিং আক্রমণের সেরা ভরসা শামিই। কারণ, যশপ্রীত বুমরা পিঠের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। প্রথম দুই ম্যাচে ভারতের পেস বোলিং বিভাগে খেলানো হচ্ছে শামি ও হর্ষিত রানাকে। সঙ্গে তৃতীয় পেসারের কাজ করছেন হার্দিক পাণ্ড্য।




















