IND vs AUS 4th Test: কোহলি-জয়সওয়ালের পার্টনারশিপের পর শেষবেলায় পড়ল ৩ উইকেট, ১৬৪/৫ স্কোরে দিনশেষ করল ভারত
Virat Kohli-Yashasvi Jaiswal: তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল ১০২ রানের পার্টনারশিপ গড়েন।
মেলবোর্ন: শুক্রবার মেলবোর্নে ভারতীয় দল শুরুর দিকে পর পর দুই উইকেট হারানোর পর ব্যাট হাতে দারুণ লড়াই করছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বিরাট কোহলি (Virat Kohli)। তবে এক ভুল বোঝাবুঝি এবং তাতেই ফের যেই কে সেই স্থানে টিম ইন্ডিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের (IND vs AUS 4th Test) দ্বিতীয় দিনের শেষবেলায় বিরাট-যশস্বীর পার্টনারশিপ তো ভাঙলই, আরও দুই উইকেট হারাল ভারত। ১৬৪ রানে পাঁচ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করল টিম ইন্ডিয়া।
দ্বিতীয় সেশন শেষে ভারতের স্কোর ছিল দুই উইকেটের বিনিময়ে ৫১ রান। এমন পরিস্থিতিতে একটি মজবুত পার্টনারশিপের প্রয়োজন ছিল। ঠিক সেটাই করেন যশস্বী ও বিরাট। যত সময় গড়ায় ততই দুইজনকেই আরও মজবুত লাগে। যশস্বী যত সেট হন ততই তিনি আগ্রাসী মেজাজে ব্যাট করা শুরু করেন। আর কোহলিও দারুণ অনুশাসন দেখান। অজ়ি বোলারদের এই সময় বেশ ফিকেই দেখায়। তবে হঠাৎই ভুল বোঝাবুঝি আর তাতেই বিপদ। ৮২ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন যশস্বী। ঠিক তার পরের ওভারেই সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। নাইট ওয়াচ ম্যান হিসাবে নামা আকাশ দীপও খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। ১৫১/২ থেকে ১৫৯/৫ হয়ে যায় ভারত। শেষমেশ ১৬৪ রানে দিনের খেলা শেষ করে ভারত।
Stumps on Day 2 in Melbourne!#TeamIndia move to 164/5, trail by 310 runs
— BCCI (@BCCI) December 27, 2024
Updates ▶️ https://t.co/njfhCncRdL#AUSvIND pic.twitter.com/9ZADNv5SZf
আজকের দিনের শুরুটা ছয় উইকেটের বিনিময়ে ৩১১ রানে করেছিলে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব অজ়িদের ইনিংস গুটিয়ে ফেলা। তবে তা আর হল কই। দিনের শুরুতে আকাশ দীপদের বোলিংকে অত্যন্ত সাধারণ মানের এবং হতাশাজনকই বলে দাবি করেন রবি শাস্ত্রী। তার লাভও তোলে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সই মূলত দুরন্ত আগ্রাসী মেজাজে একের পর এক বল বাউন্ডারি পার করতে থাকেন। তিনি যখন ৪৯ রানে জাডেজাকে ছক্কা হাঁকাতে গিয়ে নীতীশের হাতে ধরা দিলেন, ততক্ষণে স্মিথের সঙ্গে তাঁর পার্টনারশিপ সেঞ্চুরি পার করে ফেলে। কামিন্স আউট হলেও স্টার্ক নেমে তিনিও স্মিথকে যোগ্য সঙ্গ দেন।
দ্বিতীয় সেশনের শুরুটা অবশ্য বল হাতেই করেছিল ভারতীয় দল। শুরুতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল সাত উইকেটের বিনিময়ে ৪৫৪ রান। স্টিভ স্মিথের (Steve Smith) সেঞ্চুরিতে শক্তিশালী জায়গায় আগেই পৌঁছে গিয়েছিল অজ়িরা। আরও ৫০ রান মতো যোগ করে ৫০০ রানের গণ্ডি পার করার লক্ষ্যেই হয়তো ছিলেন স্মিথরা। তবে সেশন শুরু হতেই পরপর জোড়া ধাক্কা। প্রথমে ১৫ রানে মিচেল স্টার্কের উইকেট ভেঙে দেন জাডেজা। তার পরের ওভারেই ১৪০ রানে শেষ হয় স্টিভ স্মিথের ঐতিহাসিক ইনিংস। তবে এরপরেও অস্ট্রেলিয়ার হয়ে শেষ উইকেটেও মহামূল্যবান ১৯ রান যোগ করেন ন্যাথান লায়ন ও স্কট বোল্যান্ড। শেষমেশ বুমরার বলে ১২ রানে লায়ন আউট হলে অজ়ি ইনিংস শেষ হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রয়াত মনমোহন সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে রোহিতরা