IND vs AUS: 'ওর মগজাস্ত্রটাই আসল', অশ্বিনের ম্য়াচ ফিটনেস নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন রোহিত
Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালের জানুয়ারি মাসে শেষবার ওয়ান ডে ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আর অশ্বিন।
নয়াদিল্লি: দীর্ঘ ২০ মাসের 'বনবাস' কাটিয়ে অবশেষে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) ভারতের ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন আর অশ্বিন (R Ashwin)। তিনি নিয়মিত ওয়ান ডে না খেললেও, এই অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাওয়ায় আর অশ্বিন যে বিশ্বকাপের সুযোগ পাওয়ার দৌড়েও রয়েছেন, তা স্পষ্ট। অশ্বিনের ম্যাচ ফিটনেস নিয়ে কিন্তু চিন্তিত নন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাতে চোট পান অক্ষর পটেল। তাঁর বদলে ফাইনালে ওয়াশিংটন সুন্দর খেলেন। আর অশ্বিনকে প্রথমে যোগাযোগ করা হলেও, তিনি ম্যাচ ফিট না থাকায় নির্বাচকদের প্রস্তাব ফিরিয়ে দেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন ও অশ্বিন, দুইজনেই সুযোগ পেয়েছেন। অক্ষর যদি বিশ্বকাপের আগে ফিট না হতে পারেন, তাহলে কিন্তু তাঁর বদলি হিসাবে অশ্বিন এবং ওয়াশিংটনের একজনের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
অশ্বিনের ম্যাচ ফিটনেস নয়, আসল অস্ত্র ওঁর মগজাস্ত্র বলেই দাবি করছেন অধিনায়ক রোহিত। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা হওয়ার পর রোহিত বলেন, 'অশ্বিনের যা অভিজ্ঞতা। ও ১০০-র মতো টেস্ট খেলেছে, ১৫০-র মতো ওয়ান ডে খেলেছে। হ্যাঁ, সে সবটাই অতীতে হয়েছে বটে, তবে অশ্বিনের মতো খেলোয়াড়ের জন্য গেমটাইমটা খুব একটা চিন্তার বিষয় নয়। মগজাস্ত্রটাই আসল, ফিটনেসের থেকেও সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা ওর সঙ্গে কথা বলে ওর ম্যাচ ফিটনেস জেনে নিয়েই সিদ্ধান্ত নিয়েছি।'
তিনি আরও যোগ করেন, 'ও ম্যাচ একেবারেই খেলেনি, এমনটা তো নয়। এই ফর্ম্যাটে খেলেনি বটে, তবে ওয়েস্ট ইন্ডিজ়ে টেস্ট ক্রিকেট খেলেছে এবং আমি যদি ভুল না হউ, তাহলে টিএনপিএলও খেলেছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এর কোনও তুলনা হয় না। তবে কিছু ক্রিকেট তো খেলেছে এবং সেই দেখে ওর বোলিং সম্পর্কে আন্দাজ করা যায়।'
প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দল:-
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
তৃতীয় ওয়ান ডের জন্য ভারতীয় দল:-
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভরশীল)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ৪ সেমিফাইনালিস্ট বেছে নিলেন অ্যাডাম গিলক্রিস্ট