IND vs AUS: এনসিএ-তে শুরু প্রস্তুতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কি মাঠে ফিরবেন বুমরা?
Jasprit Bumrah: শেষ বার জাতীয় দলের হয়ে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর যশপ্রীত বুমরাকে খেলতে দেখা গিয়েছিল। তারপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন বুমরা।
বেঙ্গালুরু: দুরন্তভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ১৬৮ রানে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ২-১ সিরিজ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি থেকে টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের প্রথম দুই টেস্টের দল ইতিমধ্যেই ঘোষণা করা হগিয়েছে। দলে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) জায়গা পাননি। সিরিজে তিনি আদৌ খেলতে পারবেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েইছে।
এনসিএ-তে বুমরার বোলিং
শেষ বার জাতীয় দলের হয়ে বুমরাকে খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মাসে। তারপর থেকেই চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতীয় তারকা। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল খেলবে কি না, তা নির্ধারণ করবে। স্বাভাবিকভাবেই এমন এক সিরিজে বুমরার থাকা বা না থাকা ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আশার ধআলো দেখছেন ভারতীয় সমর্থকরা। দিন কয়েক আগেই নাইট তাকা বেঙ্কটেশ আইয়ার নেটে বুমরার বোলিং করার ভিডিও শেয়ার করেছিলেন। খবর অনুযায়ী, অস্ট্রেলিয়া সিরিজে ফেরার লক্ষ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুরোদমে অনুশীলনে নেমে পড়লেন ভারতের তারকা বোলার।
খেলার সম্ভবনা শ্রেয়সেরও
ধর্মশালায় ১ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচেই বুমরার জাতীয় দলের একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। গোটা গতিবিধির বিষয়ে অবগত এক সূত্রও বুমরার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে ফেরার কথা মেনে নেন। পাশাপাশি ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) চোটে সারিয়ে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠতে পারেন বলে খবর। শ্রেয়সের পিঠে চোট থাকায় তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু শ্রেয়সের সরকারিভাবে ছিটকে যাওয়ার কথা ঘোষণা করেনি। তাই শেষ পর্যন্ত শ্রেয়সের মাঠে ফেরার সম্ভাবনা রয়েইছে।
বাংলার লিড
তিনি বাংলার 'ক্রাইসিস ম্যান'। গত কয়েক মরসুম ধরে যখনই বাংলার (Bengal Ranji Team) ব্যাটিং চাপে পড়েছে, তিনি উদ্ধারকর্তা হয়ে হাজির হয়েছেন। টেল এন্ডারদের নিয়ে ইনিংসকে টেনেছেন। যার অন্যথা হল না রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালেও। ঝাড়খণ্ডের বিরুদ্ধে লড়াকু ৮১ রান করলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। ১২০ বলের ইনিংসে ৯টি চার ও জোড়া ছক্কা। বাঁহাতি ব্যাটারই বাংলার সর্বোচ্চ স্কোরার। শাহবাজের ব্যাটিং বিক্রমে বাংলা প্রথম ইনিংসে তুলল ৩২৮ রান। ঝাড়খণ্ডের চেয়ে ১৫৫ রানের লিড নিল বাংলা (Ben vs Jha)। সেই সঙ্গে সেমিফাইনালের দিকে আরও এক কদম এগিয়ে গেলেন মনোজ তিওয়ারিরা।
আরও পড়ুন: পেনাল্টি নষ্টের পর আহত হয়ে মাঠ ছাড়লেন এমবাপে, গোল পেলেন মেসি, মঁপেলিয়েরকে হারাল পিএসজি