India vs Australia: ঘরের মাঠের সুবিধা পাবে না অস্ট্রেলিয়া? ভারতের বিরুদ্ধে সিরিজের আগে বিরাট মন্তব্য হেডেনের
Matthew Hayden: এ বছরের পরের দিকে বর্ডার গাওস্কর ট্রফিতে ফেভারিট কারা? অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বলছেন, পূর্বাভাস করা সম্ভব নয়।
সিডনি: একটা সময় ভারতীয় দল অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাওয়া মানেই অবধারিতভাবে মাঠের লড়াই শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের দিকে ধেয়ে আসত মনস্তাত্ত্বিক যুদ্ধের বাউন্সার। হুমকি দেওয়া হতো চিন মিউজিকের।
কী এই চিন মিউজিক? অস্ট্রেলিয়ার গতি সম্পন্ন, বাউন্সি পিচে পেসারদের শর্ট পিচ বল। যা ব্যাটারদের শরীর লক্ষ্য করে ধেয়ে আসবে। আর চোয়ালের তলা দিয়ে সাঁ সাঁ আওয়াজ তুলে বেরিয়ে যাবে। গতির সামনে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা ফুটিয়ে তুলতে যে হুঁশিয়ারি ব্যবহার করা হতো।
তবে এখন সময় পাল্টেছে। ২০১৫ সালের পর থেকে আর অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারেনি ভারত। এ বছরের পরের দিকে বর্ডার গাওস্কর ট্রফিতে ফেভারিট কারা? অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বলছেন, পূর্বাভাস করা সম্ভব নয়। কারণ, ঘরের মাঠে আগের মতো সুবিধা পায় না অস্ট্রেলিয়া।
হেডেন বলেছেন, 'ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে তিনটি হবে ড্রপ ইন পিচে। একটি দিন রাতের টেস্ট ম্যাচ রয়েছে। আমি তো মনে করি অস্ট্রেলিয়া ঘরের মাঠের সুবিধা পাবে না। একটা খারাপ সেশনেই ম্য়াচ হাত থেকে বেরিয়ে যেতে পারে।'
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই প্রথমবার ৫ ম্যাচের হতে চলেছে ঐতিহাসিক বর্ডার গাওস্কর ট্রফি। বর্তমানে ট্রফি রয়েছে ভারতের দখলে। শেষ দুবারই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে এসেছে ভারত। এবার প্রত্যাঘাত করতে মরিয়া থাকবে অস্ট্রেলিয়া, মনে করিয়ে দিয়েছেন রবি শাস্ত্রীর মতো ভারতীয় দলের হাল হকিকত জানা প্রাক্তনীও।
এবারও সিরিজ শুরু অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে অজিদের মনস্তাত্ত্বিক লড়াই। সিরিজ জেতার জন্য মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরের খেলাতেও অস্ট্রেলিয়া যে সমান পারদর্শী, সে কথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, এবার বর্ডার গাওস্কর ট্রফি ৩-১ ব্যবধানে জিতবে অস্ট্রেলিয়া। তাঁর পথে হেঁটে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা মিচেল স্টার্ক।
আরও পড়ুন: আজ ফের নামছেন নীরজ চোপড়া, কখন-কোথায় দেখবেন কিংবদন্তির জ্যাভলিন থ্রো?