Virat Kohli: কোহলিকে দেখে আচমকাই এগিয়ে এলেন মাঠকর্মী, তারপর যা ঘটল... দেখুন ভাইরাল ভিডিও
IND vs BAN 2nd Test কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ থেকে আয়োজিত হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচেই মাঠে নেমেছেন বিরাট কোহলিও।
কানপুর: গোটা ভারতবর্ষে ক্রিকেটকে কার্যত অন্যতম ধর্ম এবং ক্রিকেটারদের ভগবানতুল্য মনে করা হয়। সেই ভারতীয় দলের মতান্তরে সবথেকে বড় তারকা হলে বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর জনপ্রিয়তা যে শুধু দেশ নয়, মহাদেশের সীমানার মধ্যে আবদ্ধ, তা একেবারেই নয়। গ্লোবাল আইকন বিরাট। আর গোটা বিশ্বজুড়েই তাঁর কোটি কোটি অনুরাগী রয়েছেন।
আজ থেকে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs BAN 2nd Test) শুরু হয়েছে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে ম্যাচ। সেই ম্যাচেই মাঠে নেমেছেন বিরাট কোহলিও। এই ম্যাচ শুরুর আগেই এক অভিনব ঘটনার সাক্ষী থাকলেন মাঠে উপস্থিত সকলে। মেঘাচ্ছন পরিবেশে, নির্ধারিত সময়ে এদিন খেলা শুরু করা যায়নি। ভেজা ছিল মাঠ। গ্রিন পার্কের আউটফিল্ড শুকিয়ে যাতে দ্রুত ম্যাচ শুরু করা যায়, সেই প্রচেষ্টায় পুরোদমে কাজ করছিলেন মাঠকর্মীরা। সেই সময়ই কোহলি ব্যাট হাতে মাঠকর্মীদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সময়ই এমন এক ঘটনা ঘটে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
কোহলি সম্ভবত নকিং করতে যাচ্ছিলেন। তিনি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সব মাঠকর্মীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন 'কিং'। সেই সময়ই তাঁদের মধ্য়ে থেকে একজন এগিয়ে আসেন। তিনি হঠাৎ করেই কোহলির পা ধরেন। গোটা ঘটনার আকস্মিকতা. চমকে যান ভারতীয় ক্রিকেটের মহাতারকা। তবে তিনি তেমন কোনও প্রতিক্রিয়া না দিয়ে বরং উক্ত মাঠ কর্মীকে এমন না করার অনুরোধ করেন। তারপর শান্তমতে নিজের মতো হেঁটে আবারও এগিয়ে যান।
When Virat came out, a ground staff member touched his feet🥹❤️#ViratKohli | #IndvsBan pic.twitter.com/y35ADdW0Kx
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) September 27, 2024
এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা কিন্তু নয়। এর আগেও একাধিকবার ম্যাচ চলাকালীন, কোহলির ফিল্ডিং করার সময় তাঁর অনুরাগীরা মাঠে অনুপ্রেবশ করে তাঁর পা ছড়ার চেষ্টা করেন। রক্তমাংসের কোহলি কেমন, তা সামনে থেকে দেখার চেষ্টা করেছেন। এবারও ফের এমন এক ঘটনা কোহলির জনপ্রিয়তা এবং তাঁকে ঠিক কোন জায়গায় দেখেন তাঁর অনুরাগীরা, তা স্পষ্ট হয়ে গেল। এবার দ্বিতীয় টেস্টে খালি ব্যাট হাতে কোহলির মাঠে নামার অপেক্ষা।
ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টে সমস্ত লাইভ আপডেটস জানতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: গম্ভীরের বিকল্প বেছে নিল কেকেআর, দায়িত্ব পেলেন 'সফলতম' ক্রিকেটার