IND vs BAN: রোহিতের ক্যাচ মিসে হ্যাটট্রিক হাতছাড়া, দোষারোপ নয়, 'সবটা খেলারই অঙ্গ', মত বোলার অক্ষরের
Axar Patel: ম্যাচের নবম ওভারে অক্ষর পটেলের বলে তানজ়িদ ও মুশফিকুরকে আউট করার পরের বলেই জাকির আলি ক্যাচ তুললেও তা তালুবন্দি করতে পারেননি রোহিত র্শমা।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) দুরন্ত বোলিং পারফরম্যান্সে নজর কেড়েছেন হর্ষিত রানা, মহম্মদ শামি, অক্ষর পটেলরা (Axar Patel)। এই তারকা ত্রয়ীই নিজেদের মধ্যে ১০ উইকেট ভাগাভাগি করে নেন। পাঁচ উইকেট নেন শামি। তবে এই ম্যাচে অক্ষর পটেলও দারুণ কৃতিত্ব গড়তে পারেন। হ্যাটট্রিকের বড় সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু তা হল না। এক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মাকেই (Rohit Sharma) কাঠগড়ায় তোলা হচ্ছে।
ম্যাচের নবম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর পটেল (Axar Patel)। তানজ়িদ হাসান ও মুশফিকুর রহিমকে আউট করেছিলেন তিনি। ঠিক পরের বলেই জাকের আলির স্লিপে ক্যাচও তুলে দিয়েছিলেন। অক্ষর সমে সকলেই ধরে নিয়েছিলেন যে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক সম্পূর্ণ করছেন অক্ষর। তবে স্লিপে দাঁড়ানো রোহিত সহজ ক্যাচ ফেলে দেন। হতাশ দেখায় অক্ষরকে।
তবে অক্ষর হতাশ হলেও গোটাটাকে খেলার অংশ বলেই বাড়তি গুরুত্ব দিতে নারাজ। তারকা স্পিনারকে ইনিংসের ফাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মাঠে তো অনেককিছু হয়েছে। তানজ়িদ আউট কি না, সেটাই আমি বুঝতে পারিনি। কেএল আপিল করায় উইকেট পাই। তারপর দ্বিতীয় সাফল্য আসে। তৃতীয় বলে একবার তা ব্যাটের কাণায় লাগার পরেই আমার মনে হয়েছিল এই তো এবার হ্যাটট্রিক হয়েই গেল। আমি তো হ্যাটট্রিক উদযাপন করাও শুরু করে দিয়েছিলাম। তবে তারপর দেখি...কোনও ব্যাপার নয়। এগুলোও তো খেলার অঙ্গই। অনেককিছু হয় ওই গোটা ওভারটায়।'
তবে অক্ষর রাগ না করলেও, এই সুযোগ হাতছাড়া করার প রোহিত নিজেই হতাশ হয়ে ক্ষমা চেয়ে নেন। বাংলাদেশ ইনিংসের নবম ওভার। বল করছিলেন অক্ষর পটেল। তাঁর ওভারের পরপর ২ বলে ফিরে যান তাঞ্জিদ হাসান ও মুশফিকুর রহিম। পরের বলে জাকেরের ক্যাচ প্রথম স্লিপে ফেলে দেন রোহিত। তারপরই হতাশায় তাঁকে মাটি চাপড়াতে দেখা যায়। অক্ষর ততক্ষণে হতাশায় মুখ ঢেকেছেন। তাঁর দিকে প্রথমে হাত তুলে, তারপর হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন রোহিত। অক্ষর গোটা ম্যাচে আর কোনও উইকেট পাননি। ভারতীয় ফাস্ট বোলাররাই ম্যাচে সিংহভাগ উইকেট নেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে আগুন ঝরাচ্ছেন শামিরা, NCA-তে ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন বুমরা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
