IND vs BAN T20: কপাল খুলে যাচ্ছে সঞ্জু স্যামসনের? বাংলাদেশ ম্যাচের আগে বড় ঘোষণা সূর্যকুমারের
Sanju Samson: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ভারতের ইনিংস ওপেন করতে দেখা যাবে কেরলের উইকেটকিপার ব্যাটারকে।
গ্বালিয়র: বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে টি-২০ সিরিজে নতুন ভূমিকায় দেখা যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)? বড় ইঙ্গিত দিলেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। জানিয়ে দিলেন, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে নতুন দায়িত্বে দেখা যাবে স্যামসনকে।
কী সেই ভূমিকা?
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ভারতের ইনিংস ওপেন করতে দেখা যাবে কেরলের উইকেটকিপার ব্যাটারকে।
🗣️ It's a good opportunity for the youngsters & newcomers.#TeamIndia Captain @surya_14kumar ahead of the T20I series against Bangladesh.#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/T7kM6JO02o
— BCCI (@BCCI) October 5, 2024
২০১৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল সঞ্জুর। তবে তিনি দলে নিয়মিত হননি। বারবার সুযোগ পেয়েছেন। আবার বাদ পড়েছেন। তবে এবার বড় সুযোগ অপেক্ষা করে রয়েছে সঞ্জুর জন্য। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের তিন ম্যাচেই ইনিংস ওপেন করবেন তিনি। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে কে বলতে পারে কেরিয়ারের গতিপথই পাল্টে যাবে না সঞ্জুর?
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশেষজ্ঞ ওপেনার হিসাবে শুধু অভিষেককে রাখা হয়েছে। তারপর থেকেই জল্পনা চলছিল, কে হবেন তাঁর ওপেনিং পার্টনার। ভারতীয় দলের ওপেনার হিসাবে বেশি ম্যাচ খেলেননি স্যামসন। তবে রাজস্থান রয়্যালসের সাফল্য তাঁকে সেই ভূমিকায় ফেরাতে বড় তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পাওয়ার প্লে-তে প্রতিপক্ষ বোলিংকে আক্রমণকে ছারখার করে দেওয়ার সুনাম রয়েছে তাঁর।
রবিবার গ্বালিয়রে ম্যাচ। তার আগের দিন সূর্যকুমার সাংবাদিক বৈঠকে বলেছেন, 'এই সিরিজে সঞ্জু স্যামসন ইনিংস ওপেন করবে। অভিষেক শর্মার সঙ্গে মিলে।' এই ঘোষণা থেকেই পরিষ্কার যে, আগামী টি-২০ বিশ্বকাপের জন্যও সঞ্জুকে ওপেনার হিসাবে চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: অঙ্কিতের সেঞ্চুরিতে বিরাট জয় বাংলার, অভিষেকেই নায়ক কিংবদন্তির পুত্র
ঋষভ পন্থকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। উইকেটকিপার ব্যাটার হিসাবে দলে নিজের জায়গা পাকা করার সুবর্ণ সুযোগ সঞ্জুর সামনে।