IND Vs BAN: বাংলাদেশের স্পিনের ছোবল নির্বিষ করে দিতে পারবেন হরমনপ্রীতরা? সেমিফাইনালে এগিয়ে কারা?
Womens Asia Cup 2024: শেফালি বর্মা, স্মৃতি মান্ধানারা যে রকম ছন্দে রয়েছেন তাতে ভারতকে এগিয়ে রাখছেন সব বিশেষজ্ঞরাই।
ডাম্বুলা: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রে পৌঁছে গিয়েছে ভারতের পুরুষ দল। এই সফরেই জাতীয় দলের কোচ হিসাবে নতুন ইনিংস শুরু হতে চলেছে গৌতম গম্ভীরের। টি-২০ দলের অধিনায়ক হিসাবে পথ চলা শুরু হবে সূর্যকুমার যাদবের।
সেই শ্রীলঙ্কার মাটিতেই শুক্রবার বড় পরীক্ষা ভারতের মহিলা দলেরও। এশিয়া কাপের (Womens Asia Cup) সেমিফাইনালে ডাম্বুলায় বাংলাদেশের বিরুদ্ধে নামছেন হরমনপ্রীত কৌররা। যে ম্য়াচে ভারত স্পষ্ট ফেভারিট। চমক দিতে পারবে কি বাংলাদেশ (ind vs BAN)? নাকি ভারতের ফাইনালে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা?
শেফালি বর্মা, স্মৃতি মান্ধানারা যে রকম ছন্দে রয়েছেন তাতে ভারতকে এগিয়ে রাখছেন সব বিশেষজ্ঞরাই। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৫৮ রান করেছেন শেফালি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। তাঁর ও স্মৃতির ওপরই দলকে ভাল শুরু দেওয়ার দায়িত্ব।
টুর্নামেন্টে অবিশ্বাস্য দাপট দেখাচ্ছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয়, সংযুক্ত আরব আমিরশাহিকে ৭৮ রানে হারানো ও নেপালকে ৮২ রানে চূর্ণ করা - তিনটি বিরাট সাফল্য পেয়েছেন হরমনপ্রীত কৌররা।
তবে হরমনপ্রীত ভালই জানেন যে, এশিয়া কাপের সেমিফাইনাল ও ফাইনালই বড় ম্যাচ। সামান্য ভুলচুক প্রতিযোগিতা থেকে ছিটকে দিতে পারে ভারতকে। কে বলতে পারে বাংলাদেশ এই একটি ম্যাচেই দুরন্ত ক্রিকেট খেলে দিল না!
গ্রুপ পর্বে তিনব ম্যাচের মধ্যে একমাত্র পাকিস্তানই ছিল শক্তিশালী প্রতিপক্ষ। বাকি দুই ম্যাচেই ভারতের লড়াই খাতায় কলমে ছিল সহজতর। বাংলাদেশ কিন্তু সংযুক্ত আরব আমিরশাহি বা নেপালের চেয়ে প্রতিপক্ষ হিসাবে কঠিন হবে, জানে ভারতীয় শিবির। বিশেষ করে বাংলাদেশের স্পিন বোলিং আক্রমণ সমীহ করার মতোই। বাঁহাতি স্পিনার লাহিদা আখতার ও লেগস্পিনার রাবেয়া খান দুজনই টুর্নামেন্টে ৫টি করে উইকেট পেয়েছেন। নাহিদা ওভার প্রতি মাত্র ৩.২৫ রান করে খরচ করছেন। রাবেয়া উইকেটের জন্য ঝাঁপাচ্ছেন। ভারতের লড়াই তাই সহজ হবে না বলেই মত বিশেষজ্ঞদের।
পাশাপাশি উইকেটের মধ্যে রয়েছেন মিডিয়াম পেসার জাহানারা আলম ও ঋতু মণি। তবে শেফালি, স্মৃতি, হরমনপ্রীত, রিচা ঘোষ, জেমাইমা রড্রিগেজ় সমৃদ্ধ ভারতের ব্যাটিং শক্তি যে কোনও দলের বোলিং আক্রমণের কাছে আতঙ্ক হয়ে উঠতে পারে। সঙ্গে অলরাউন্ডার দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার বড় শট খেলতে পারেন। ফলে ফেভারিট ভারতই, মত ওয়াকিবহাল সকলেরই।
আরও পড়ুন: মরক্কোর বিরুদ্ধে ২ ঘণ্টা পরে গোল বাতিল! ফিফায় নালিশ করল আর্জেন্তিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।