IND vs ENG 4th Test: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না ঋষভ পন্থ? বড় আপডেট দিলেন দলের ব্যাটিং কোচ
Rishabh Pant: প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ঋষভ পন্থের ডান পায়ে চোট লাগে। তাঁর পায়ের হাড়ে চিড় ধরেছে বলেই খবর।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে কার্যত ধুঁকছিল ভারতীয় দল। পরাজয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। এমন পরিস্থিতি থেকে অবশ্য কেএল রাহুল (KL Rahul) ও শুভমন গিলের (Shubman Gill) দুরন্ত পাল্টা লড়াইয়ে লড়াইয়ে ফিরল ভারত। শূন্য রানে দুই উইকেট হারানোর পর দুই সেশন ব্যাট করলেন রাহুলরা। গোটা দিনে আর কোনও উইকেট পড়তে দেননি তাঁরা, স্কোরবোর্ডে ১৭৪ রানও যোগ করেছেন। দিনশেষে রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত রয়েছেন।
দিনশেষে সাংবাদিক সম্মেলনে রাহুল ও গিলকে প্রশংসায় ভরান দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, 'আমার মতে রাহুল ও গিল প্রচুর আত্মবিশ্বাস ও হার না মানা নাছোড় মনোভাবের পরিচয় দিয়েছে। শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেললে তো পরিস্থিতি নিঃসন্দেহেই অত্যন্ত কঠিন হয়ে যায়। তবে লাঞ্চের সময়ও আমি ওদের মধ্যে আত্মবিশ্বাস দেখেছিলাম। ওরা প্রথম ১০-১৫ ওভার দেখে নিয়ে সেইমতো ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। যেভাবে ব্যাট করল, এক কথায় অনবদ্।'
তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে ভারতীয় দল কিন্তু বেশ খানিকটা উদ্বেগে এখনও রয়েছে। কারণ রাহুলদের পরে প্রকৃত অর্থে বিশেষজ্ঞ ব্যাটার বলতে একমাত্র ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে প্রথম ইনিংসেই পন্থের ডান পায়ের পাতায় বল লেগে হাড়ে চিড় ধরেছে বলে খবর। সেই নিয়েই তিনি অবশ্য ব্যাটে নেমে অর্ধশতরান হাঁকান বটে। তবে তাতে উদ্বেগ কাটছে না। পন্থ কি দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামবেন? সীতাংশু অবশ্য টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য ইতিবাচক কথাই বলেন। তিনি জানান, 'ঋষভ আমার মনে হয় কালকে ও ব্যাট করবে।'
ওল্ড ট্রাফোর্ডে (IND vs ENG 4th Test) প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল প্রথম ওভারেই জোড়া উইকেট হারানোর পর ভারতীয় সমর্থকরা ভীষণই উদ্বিগ্ন ছিলেন। ইনিংসে হারের খাঁড়া ঝুলছিল যে। তবে পরের দুই সেশনে সম্ভবত ভারতীয় দলের সেরা দুই ব্যাটার দেখালেন পাল্টা লড়াই কাকে বলে। কেএল রাহুল ও শুভমন গিল ইংরেজ বোলারদের বিরুদ্ধে কার্যত দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুললেন। দুই সেশনে কোনও উইকেটই পড়তে দিলেন না তাঁরা।
লাঞ্চে যেখানে ভারতীয় দল এক রানে দুই উইকেট হারিয়েছিল ধুঁকছিল, সেখানে চতুর্থ দিনশেষে ভারতের স্কোর ১৭৪ রান। উইকেটের সংখ্যা সেই দুই। রাহুল ও গিলের স্মরণীয় পার্টনারশিপেই রবিবাসরীয় ম্যাঞ্চেস্টারে ইতিবাচক কিছুর আশা করতেই পারেন ভারতীয় দলের সমর্থকরা। দিনশেষে আপাতত রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত রয়েছেন। ভারতীয় অবশ্য এখনও ইংল্যান্ডের থেকে ১৩৭ রানে পিছিয়ে রয়েছে।




















