IND vs NZ ODI: সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা, পিঠের চোটের কারণে ছিটকে গেলেন শ্রেয়স
IND vs NZ: বুধবার থেকে ভারত-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হতে চলেছে।
মুম্বই: কাল বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের (IND vs NZ ODI) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় (Team India) শিবিরে। পিঠের চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শ্রেয়সের চোট পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয় বোর্ডের তরফে। তারকা ভারতীয় ব্যাটারের বদলে জাতীয় দলে ডাক পেলেন রজত পাতিদার।
ছিটকে গেলেন শ্রেয়স
ভারতীয় বোর্ডের তরফে সদ্যই এক বিবৃতিতে বলা হয়, 'টিম ইন্ডিয়ার ব্যাটার শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওঁ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবে এবং সেখানেই ওঁর চোটের গভীরতা পর্যবেক্ষণ করা হবে। সর্বভারতীয় নির্বাচক কমিটি রজত পাতিদারকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে সুযোগ দিয়েছে।' হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের পরের দুই ম্যাচ রায়পুর ও ইন্দোরে আয়োজিত হবে।
UPDATE - Team India batter Shreyas Iyer has been ruled out of the upcoming 3-match ODI series against New Zealand due to a back injury.
— BCCI (@BCCI) January 17, 2023
Rajat Patidar has been named as his replacement.
More details here - https://t.co/87CTKpdFZ3 #INDvNZ pic.twitter.com/JPZ9dzNiB6
সম্প্রতি শ্রেয়স আইয়ার খুবই ভাল ফর্মে ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত নভেম্বরেও ওয়ান ডেতে ভারতের তারকা ব্যাটার দারুণ পারফর্ম করেন। তিনি না থাকায় ভারতীয় মিডল অর্ডার যে বেশ খানিকটা দুর্বল হল, তা বলাই বাহুল্য। তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেলেও দুরন্ত ফর্মের সূ্র্যকুমার যাদবকে কিন্তু প্রথম দুই ম্যাচে মাঠের বাইরেই বসে থাকতে হয়েছিল। শ্রেয়স না থাকায় তিনি ভারতীয় একাদশে সুযোগ পান কি না, সেটাই দেখার।
ভারত-নিউজিল্যান্ডের মুখোমুখি সাক্ষাৎ
মাত্র মাস দু'য়েক আগেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। কিউয়িভূমে আয়োজিত সেই সিরিজে ১-০ পরাজিত হয় ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়ার সামনে সেই হারের জবাব দেওয়ার হাতছানি। কিন্তু অতীত রেকর্ড কী বলছে? ভারত না নিউজিল্যান্ড, দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল? এক্ষেত্রে সামন্য হলেও কিন্তু এগিয়ে ভারতই। এ পর্যন্ত ভারত-নিউজিল্যান্ড ১১৩টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত ৫৫টি ম্যাচ জিতেছে, ৫০টি জয় পেয়েছে নিউজিল্যান্ড। দুই দলের একটি ম্যাচ টাই হয় এবং সাতটি ম্যাচে কোনও ফলাফল হয়নি।
তবে ভারতের মাটিতে কিন্তু টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। দেশের মাটিতে ভারত কিউয়িদের বিপক্ষে ২৬টি ওয়ান ডে ম্যাচ জিতেছে, সেখানে নিউজিল্যান্ড জিতেছে আটটি ম্যাচ। এই শতকে ভারতের বিরুদ্ধে কিউয়িরা এই দেশের মাটিতে মাত্র চারটি ম্যাচ জিতেছে। বিগত পাঁচ সাক্ষাৎকারেও ৩-২ এগিয়ে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: রোহিত, বিরাট আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ার শেষ? কী বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?