IND vs PAK: দুই দেশের মধ্যে বিবাদ তুঙ্গে, এরই মাঝে মহম্মদ আমিরের বিরাট-বন্দনা, কোহলিকে সেরা বলে সম্বোধন
Asia Cup 2025: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের শেষ বা শুরুতে টিম ইন্ডিয়ার পাকিস্তান দলের কোনও স্টাফ বা ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্তে অভিযোগ, পাল্টা অভিযোগ, তর্ক, বিতর্ক চলছে।

দুবাই: ভারত ও পাকিস্তান, পহেলগাঁও হামলার পর থেকে দুই পড়শি দেশের মধ্যে রাজনৈতিক বিবাদ তুঙ্গে। গত রবিবার, ১৪ সেপ্টেম্বর, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২২ গজের লড়াই বর্তমান পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করেছে। ম্যাচ শেষ বা শুরুতে টিম ইন্ডিয়ার পাকিস্তান দলের কোনও স্টাফ বা ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্তে অভিযোগ, পাল্টা অভিযোগ, তর্ক, বিতর্ক চলছে। তবে এসবের মাঝেই মহম্মদ আমিরের বিরাট-বন্দনা সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে।
বিরাট কোহলি ও মহম্মদ আমির, দুই দেশের দুই তারকা ক্রিকেটারের মধ্যে বরাবরই মাঠ ও মাঠের বাইরে সুসম্পর্ক রয়েছে। অতীতে তো কোহলির তরফে আমিরকে ব্যাটও উপহার হিসাবে দেওয়া হয়েছে। অনুশীলনের ফাঁকে দুইজনে হাসিঠাট্টাও করতে দেখা গিয়েছে। বর্তমানে যে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং ক্রিকেটীয় সম্পর্ক একেবারে তলানিতে, সেই সময় দাঁড়িয়ে কোহলির সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আমির।
ছবিটির ক্যাপশনে আমির লেখেন, 'একটা বিষয় নিশ্চিত বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট ইতিহাস সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এবং সবথেকে ভাল মানুষ। কুর্নিশ।' আমিরের পোস্ট করা ছবিটিতে তাঁকে ও বিরাটকে একই ফ্রেমে দেখা যাচ্ছে। সেখানে বিরাটের উপহার দেওয়া ব্যাট আমির পরখ করে দেখে নিচ্ছেন। ছবিটিতে একটি ইমোজি জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আমির। যেখানে দুই দেশ এবং ক্রিকেটারদের মধ্যে এত বিবাদ, কথা কাটাকাটি ফুটে উঠছে, সেখানে আমিরের এই ছবি দুই ক্রিকেটারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই পরিচয়বাহক।
প্রসঙ্গত, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে আইসিসি। নিয়মভঙ্গের কারণে শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আইসিসি সূত্রে খবর, ইতিমধ্য়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি মেল করা হয়েছে। আইসিসি সিইও সংযোগ গুপ্তর তরফে পিসিবিকে এই মেল পাঠানো হয়েছে। কিন্তু কী বিষয়ে পিসিবির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে?
পিসিবির তরফে দাবি করা হয় ভারত বনাম পাকিস্তান ম্যাচে ম্যাচে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফ্ট এবং পিসিবির সাজঘরে দলের অধিনায়ক সলমন আলি আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। কিন্তু ম্য়াচের দিন স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের জায়গায় শুটিং করা নিষিদ্ধ। তবে সেখানেই এই বৈঠকটি আয়োজিত হয় এবং সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা নিয়ম বিরুদ্ধ। পিসিবিকে এমন করা থেকে বিরত থাকতে বলা হলে তারা ফের একবার ম্যাচ পরিত্যক্ত করার হুমকি দেয়। এই ঘটনার জেরেই পাকিস্তানকে শাস্তি দিতে পরে আইসিসি।




















