![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs SA: রবিবাসরীয় ইডেনে মহাদ্বৈরথ, ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে কোন দল এগিয়ে?
India vs South Africa: ভারত ও দক্ষিণ আফ্রিকা ওয়ান ডেতে ৯০ বার একে অপরের মুখোমুখি হয়েছে।
![IND vs SA: রবিবাসরীয় ইডেনে মহাদ্বৈরথ, ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে কোন দল এগিয়ে? IND vs SA: Head to records in ODIs between India and South Africa as they square of in the ODI World Cup 2023 IND vs SA: রবিবাসরীয় ইডেনে মহাদ্বৈরথ, ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে কোন দল এগিয়ে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/05/874786ec8fa93a42fb04a72726b466051699161479963507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: টুর্নামেন্টের দুই সবথেকে ইনফর্ম দল। চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) পয়েন্ট তালিকায় এক এবং দুই নম্বরে থাকা ভারত (Indian Cricket Team) ও দক্ষিণ আফ্রিকা (South African Cricket Team) আজ ক্রিকেট নন্দন কানন ইডেন গার্ডেন্সে একে অপরের মুখোমুখি হবে। দুই দলই ইতিমধ্যে বিশ্বকাপের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। আপাত অর্থে এই ম্যাচের খুব বেশি গুরুত্ব নেই। তবে তাতে কিন্তু রবিবাসরীয় ইডেনে (Eden Gardens) দুই দলের কেউই একে অপরকে এক চুলও জমি ছেড়ে দেবে না। আজকের ম্যাচটা সম্মানের লড়াই।
দুই শক্তিধর দেশের মধ্যে আজ হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় সকলে। তবে ইতিহাস কী বলছে? মুখোমুখি লড়াইয়ে ভারত না দক্ষিণ আফ্রিকা, কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে? এক্ষেত্রে কিন্তু রামধনুর দেশেরই পাল্লা ভারি। ভারত ও দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ক্রিকেটে মোট ৯০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারতীয় দল ৩৭টি ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা কিন্তু বেশ খানিকটা বেশি ৫০টি ম্যাচ জিতেছে। তিনটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে।
২০১১ সালে শেষবার ভারতীয় উপমহাদেশে এর আগে শেষবার ওয়ান ডে বিশ্বকাপের আসর বসেছিল। সেই বারও কিন্তু ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও জয় পেয়েছিল প্রোটিয়া শিবির। বিরাট কোহলি এবং আর অশ্বিন, দুই তারকা সেবার ভারতীয় দলের অংশ ছিলেন। তিন উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাঁদের স্মৃতিতে নিশ্চয়ই সেই ম্যাচ রয়েছে। এটিই ওই বিশ্বকাপে ভারতের একমাত্র পরাজয় ছিল।
Top of the standings clash at #CWC23 👊
— ICC (@ICC) November 5, 2023
More on #INDvSA ➡️https://t.co/HBuv5Yxef1 pic.twitter.com/9s5VhanmZa
অবশ্য ঘরের মাঠে হারতে হলেও, পরের দুই বিশ্বকাপ সাক্ষাৎকারে শেষ হাসিটা কিন্তু ভারতীয় দলই হেসেছিল। সেই জয়ের ধারাই অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে আটে আট করার হাতছানি ভারতীয় দলের কাছে। এবার দেখার ক্রিকেটের নন্দন কাননে শেষ হাসিটা ভারত না দক্ষিণ আফ্রিকা, কোন দল হাসেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চোটে নেই হার্দিক, বাকি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হলেন রাহুল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)