ODI World Cup 2023: চোটে নেই হার্দিক, বাকি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হলেন রাহুল
Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগেই রাহুলকে সহ-অধিনায়ক নির্বাচিত করার সিদ্ধান্তটি ঘোষণা করেন রাহুল দ্রাবিড়।
![ODI World Cup 2023: চোটে নেই হার্দিক, বাকি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হলেন রাহুল ODI World Cup 2023: Indian head coach Rahul Dravid confirms KL Rahul as vice captain in Hardik Pandya's absence ODI World Cup 2023: চোটে নেই হার্দিক, বাকি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হলেন রাহুল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/05/15fdc5ef3df76eca67314f897353f23c1699148018523507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রবিবাসরীয় ইডেনে চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) সবথেকে ইনফর্ম দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচের আগেই ভারতীয় শিবির বিরাট ধাক্কা খেয়েছে। দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) চোটের কারণে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন। তিনি আবার ভারতীয় দলের (Indian Cricket Team) সহ-অধিনায়কও বটে। তবে বাকি বিশ্বকাপের আর হার্দিককে খেলতে দেখা যাবে না। তাঁর বদলে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন কেএল রাহুল (KL Rahul)।
হার্দিকের অনুপস্থিতিতে কেএল রাহুল যে সহ-অধিনায়ক হতে চলেছেন তেমন জল্পনা ছিলই। সেই জল্পনাই সত্যি হল। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নিশ্চিত করেন যে কেএল রাহুলই বাকি টুর্নামেন্টে দলের হয়ে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দ্রাবিড় বলেন, 'হার্দিক চোটের কবলে পড়েছে, তাই ও সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছে।'
কেএল রাহুল এর আগেও ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনিই কিন্তু প্রথমে রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছিলেন। তবে তাঁর খারাপ ফর্মের জেরে দলে তাঁর জায়গা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। সেইসময়ই তাঁকে সহ-অধিনায়কের পদ থেকেও ছেঁটে ফেলা হয়। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাঁর ভাল বন্ধু হার্দিককে। এবার ফের একবার সেই দায়িত্বই ফিরে পেলেন ভারতের তারকা কিপার-ব্যাটার।
অপরদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ হার্দিক পাণ্ড্য। তবে তিনি কিন্তু বাকি বিশ্বকাপে সমর্থক হিসাবেই দলের পাশে থাকবেন বলেও জানান। হার্দিক নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বাকি বিশ্বকাপে আমি খেলতে পারব না, ব্যাপারটা হজম করাটাই কঠিন। তবে আমি দলের সঙ্গে আছি। মনের দিক থেকে, প্রত্যেক ম্যাচে প্রত্যেক বলে আমি দলের হয়ে গলা ফাটাব। এত ভালবাসা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্য়বাদ। অবিশ্বাস্য লাগছে। এই দলটা খুব স্পেশ্যাল আর আমি নিশ্চিত গোটা দেশকে গর্বিত করে তুলব। সকলকে ভালবাসা জানাই। এইচপি।'
হার্দিকের অনুপস্থিতিতে বিগত তিন ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ক্রিকেটের নন্দন কাননেও সেই ধারা বজায় থাকে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানে জয় অস্ট্রেলিয়ার, বিশ্বকাপ থেকে বিদায় বাটলারদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)