IND vs SA T20: বেনজির কাণ্ডে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ ম্যাচ, মন খারাপ ক্রিকেটপ্রেমীদের
India vs South Africa: ঘন কুয়াশায় ফ্লাডলাইটের জোরাল আলোও দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের পথেই হাঁটলেন আম্পায়াররা।

লখনউ: বেনজির ঘটনা ক্রিকেট মাঠে। যার জেরে ভেস্তেই গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টি-২০ ম্যাচ।
লখনউয়ের অটলবিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে ঢুকে যেত ভারতের। সূর্যকুমার যাদবরা ২-১ এগিয়ে রয়েছেন যে।
কিন্তু ঘন কুয়াশায় ম্যাচই ভণ্ডুল হয়ে গেল। দফায় দফায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেও ম্যাচ শুরু করার সবুজ সংকেত দিলেন না আম্পায়াররা। রাত সাড়ে ন'টা পর্যন্ত চেষ্টা করে হয়েছিল। তবে ৯টা ২৫ মিনিটে আম্পায়াররা শেষবার মাঠ পর্যবেক্ষণ করার পরই বোঝা গিয়েছিল যে, ম্যাচ শুরু করা সম্ভব নয়। ঘন কুয়াশায় ফ্লাডলাইটের জোরাল আলোও দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের পথেই হাঁটলেন আম্পায়াররা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লর ঘরের মাঠ। তিনি নিজে স্টেডিয়ামে ছিলেন। আম্পায়ারদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। খেলা দেখতে গ্যালারি কানায় কানায় ভরিয়ে তুলেছিলেন যাঁরা, সেই দর্শকদের কথা মাথায় রেখেই ৫ ওভার করে হলেও ম্যাচ করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু রাত যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা। কমেছে দৃশ্যমানতা। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের রাস্তাতেই হাঁটা হল।
বৃষ্টির জন্য ম্যাচ পিছিয়ে যাচ্ছে, কিংবা বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যাচ্ছে না, ক্রিকেট মাঠে এমন ঘটনা হামেশাই ঘটে। কিন্তু কুয়াশার জন্য ম্যাচ বাতিল হচ্ছে, সচরাচর এমন ছবি দেখা যায় না। বিরল কাণ্ড লখনউয়ে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) চতুর্থ টি-২০ ম্যাচ পণ্ড হল কুয়াশার কারণে। এতটাই ঘন কুয়াশা যে, মাঠ ভাল করে দৃশ্যমানই নয়। এই পরিস্থিতিতে খেলা শুরু হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই আশঙ্কায় বাতিলের সিদ্ধান্ত আম্পায়ারদের।
𝐔𝐩𝐝𝐚𝐭𝐞: The fourth India-South Africa T20I is called off due to excessive fog.#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/QWDUVFxVlP
— BCCI (@BCCI) December 17, 2025
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের সব ম্যাচেই টস হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটায়। আর সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে ম্যাচ। এমনিতে ভারতের মাটিতে টি-২০ ম্যাচ একটা সময় রাত আটটায় শুরু হতো। আইপিএলেরও দ্বিতীয় ম্যাচটি হতো রাত আটটা থেকে। কিন্তু পরে দর্শকদের যাতায়াত ও ম্যাচের সম্প্রচার সংক্রান্ত কারণে সেই সময় এগিয়ে আনা হয় আধ ঘণ্টা । এখন আইপিএলে রাতের ম্যাচ শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে যেহেতু এখন ভারতে শীতের আমেজ, শিশির পড়ছে সূর্যাস্তের পর থেকেই, সেই কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-২০ ম্যাচগুলি শুরু করা হচ্ছে সন্ধ্যা সাতটায়। তার ৩০ মিনিট আগে, সন্ধ্যা সাড়ে ছটায় টস। বুধবারও টস হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছটায়। কিন্তু কুয়াশার কারণে তা পিছিয়ে যেতে থাকে।
শেষ পর্যন্ত বলই গড়াল না লখনউয়ে।




















