IND vs SA: নিজের প্রত্যাবর্তন সিরিজ়েই সচিন, দ্রাবিড়কে পিছনে ফেলার হাতছানি কোহলির সামনে
Virat Kohli: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় দিয়েই আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন বিরাট কোহলি।
সেঞ্চুরিয়ান: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হৃদয়ভঙ্গের পর এক মাসেরও অধিক সময় মাঠের বাইরেই ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের দুই সিরিজ় থেকেও বিশ্রাম নিয়েছিলেন। তবে অবশেষে ফিরছেন তিনি। বক্সিং ডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs SA) মাধ্যমেই আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কোহলি।
নিজের প্রত্যাবর্তন সিরিজ়েই দুই তারকা ভারতীয় ক্রিকেটারকে পিছনে ফেলার হাতছানি 'কিং কোহলি'র সামনে। দুই ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সহবাগ ও রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার হাতছানি রয়েছে। সহবাগ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১৩০৬ রান করেছেন। বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সংগ্রহ ১২৫২ রান। সেখানে বিরাট কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে ১২৩৬ রান করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে কোহলি আর ১৭১ রান করলেই সহবাগ ও দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। 'মাস্টার ব্লাস্টার'র সংগ্রহ ১৭৪১ রান। কোহলি এই সিরিজ়েই সচিনকেও পিছনে ফেলে দিতে পারেন। সেটা তাঁর পক্ষে বেশ কঠিন হলেও, অস্বাভাবিক কিন্তু নয়। সিরিজ় শুরুর আগেই তিনি ভারতীয় দলের হয়ে জোরকদমে অনুশীলনও শুরু করে দিয়েছেন।
কোহলি মাঝে অবশ্য ভারতীয় শিবির ছেড়ে লন্ডনে রওনা দিয়েছিলেন। সেখান থেকে তিনি আবার ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন। অনেকেই এই সফর হঠাৎ করেই হয়েছে বলে অনুমান করলেও, রিপোর্ট অনুযায়ী তেমনটা কিন্তু নয়। এক সিনিয়র বিসিসিআই আধিকারিক কোহলি প্রসঙ্গে বলেন, 'বিরাট কোহলি ওই ম্যাচ খেলত না। টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে আগেভাগেই অবগত ছিল। হঠাৎ করে রাতারাতি কোনও পারিবারিক জরুরি প্রয়োজনে এমনটা হয়েছে তা নয়। যার বিষয়ে এই কথাগুলি বলা হচ্ছে তিনি বিরাট কোহলি। ও এইসব বিষয়ে আগেভাগেই সব পরিকল্পনা করে। ওর লন্ডনের এই সফরটার বিষয়ে অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল।'
তিনি আরও যোগ করেন, 'কোহলি ভারত থেকে দক্ষিণ আফ্রিকার জন্য ১৫ ডিসেম্বর রওনা দিয়েছিলেন। ১৯ ডিসেম্বর লন্ডনে যাওয়ার আগে তিন-চারটে অনুশীলন সেশন করেই ওঁ রওনা দিয়েছিল। এই কিছুদিন ও লন্ডনে ছিল, তবে ওঁ বর্তমানে স্কোয়াডে ফিরেছে। যতদূর সম্ভব ম্যাচের আগে কাল ওঁ অনুশীলনও সারবেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ভারতের বোলিং আক্রমণের জন্যই আমরা এগিয়ে নেই, বুমরাদের সম্ভ্রম বাভুমার