IND vs SA Weather: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ?
India vs South Africa: প্রোটিয়াদের দেশে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। যার প্রথম ম্যাচ শুক্রবার, ডারবানে।
ডারবান: ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে লজ্জার সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় দলকে (India vs NZ)। টেস্ট সিরিজে ০-৩ হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ হজম করতে হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ দক্ষিণ আফ্রিকার মাটিতে। প্রোটিয়াদের দেশে প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। যার প্রথম ম্যাচ শুক্রবার, ডারবানে।
তবে সেই ম্যাচে থাবা বসাতে পারে বৃষ্টি। খারাপ আবহাওয়া ভোগাতে পারে। তবে আবহাওয়া নিয়ে মাথা ঘামাচ্ছেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ম্যাচের আগের দিন তাঁকে আবহাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সূর্যকুমার বলেন, 'বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া নিয়ে আবহাওয়া দফতরই বলতে পারবে। তবে আগেরবারের চেয়ে আবহাওয়া একটু ভাল। আগেরবার তো প্র্যাক্টিস সেশনও ভেস্তে গিয়েছিল। এবার প্র্যাক্টিস সেশন হচ্ছে। আগেরবারের মতো ভারি বৃষ্টি হচ্ছে না। বিদেশে এলে খেলার অভিজ্ঞতা সকলেই অর্জন করতে চায়। যে সব মাঠে খেলা দূর থেকে (টিভিতে) দেখেছে সকলে। সেটা তো একটা ভাল দিক।'
Trophy Unveiling ✅
— BCCI (@BCCI) November 7, 2024
Captains Photoshoot ✅#SAvIND | #TeamIndia | @surya_14kumar pic.twitter.com/9luB04GoLW
দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন জ়েরাল্ড কোয়েৎজে। যিনি আইপিএলে সূর্যকুমারের সতীর্থ ছিলেন গত মরশুমেও। একসঙ্গে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। তাতে বাড়তি সুবিধা হবে? ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে স্কাই বলেছেন, 'আমরা একে অপরকে খুব ভালভাবে চিনি। মাঠে ও মাঠের বাইরে ওর শক্তি জানি। এটা বাড়তি সুবিধা বলব না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা আলাদা অভিজ্ঞতা। আমাদের পারস্পরিক সম্পর্ক খুব ভাল। তবে সেই পরিচিতির জন্য আলাদা কিছু হবে না।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড সূর্যকুমারের। প্রোটিয়াদের বিরুদ্ধে সাত ইনিংসে ৩৪৬ রান করেছেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৫৭.৬৭। টি-২০ ক্রিকেটে যা অবিশ্বাস্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪টি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। মাত্র ২টি ইনিংসে বড় রান পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেট ১৭৫.৬০।
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।