IND vs WI 2nd T20I: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় একাদশে নেই কুলদীপ, কারণ ব্যাখা করলেন হার্দিক
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হার্দিক দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
গায়ানা: আজ, রবিবার, ৬ অগাস্ট ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় গায়ানায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 2nd T20I) একে অপরের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে ভারতীয় দলের একাদশে একটি মাত্র বদল ঘটানো হয়েছে। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বদলে একাদশে সুযোগ পেয়েছেন রবি বিষ্ণোই। কিন্তু পরিকল্পনাগত কারণে নয়, বরং বাধ্য হয়েই টিম ইন্ডিয়াকে এই বদল ঘটাতে হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তিনিই এই ম্যাচে টস করতে নেমে জানান কুলদীপ চোট পেয়েছেন। তাই বাধ্য হয়েই ভারতীয় একাদশে বদল ঘটাতে হয়েছে। তবে সমর্থকদের অভয়ও দেন তিনি। হার্দিক বলেন, 'গতকাল নেটে কুলদীপ আহত হন। তেমন চিন্তার করার মতো কিছু নেই। চোট গুরুতর নয়। তবে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। সেই কারণেই ওর বদলে রবি বিষ্ণোই দলে সুযোগ পেয়েছেন।'
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত প্রথম ম্যাচ হেরে ০-১ পিছিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম টি-টোয়েন্টিতে চার রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। ব্যাটিং ব্যর্থতা নিয়ে দলের সকলের সঙ্গে কথা বলা হয়েছে বলেই জানান হার্দিক। তিনি বলেন, 'আমরা প্রথমে ব্যাট করব। আমরা বোর্ডে রানে তুলতে আগ্রহী, তারপর যা হবে দেখা যাবে। আমরা (গত ম্যাচের পর) নিজেদের ব্যাটিং নিয়ে আলোচনা করেছি। কার কী ভুল হয়েছিল, সেটা খুঁজে বের করেছি এবং সেই ভুল যাতে শুধরে নেওয়া যায় সেটারও চেষ্টা করছি।'
A look at our Playing XI for the 2nd T20I 👇👇
— BCCI (@BCCI) August 6, 2023
Live - https://t.co/mhKN4Dq5T0…… #WIvIND pic.twitter.com/oZQdC7tnzj
গত ম্যাচের পারফরম্যান্স নিয়ে হার্দিক যোগ করেন, '১০-১২ রান প্রতি ওভার করে করতে না হলে, রান তাড়া করার সময় সর্বদা হাতে উইকেট রাখার প্রয়োজন। এক্ষেত্রে আমরা তেমনটা করতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গেও এক ম্যাচে এমনটা হয়েছিল। এবার আমাদের সঙ্গে হল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন রোহিত? ভারতীয় অধিনায়কের মন্তব্যে মিলল পূর্বাভাস