IND vs WI 5th T20I: ভারতের হার সত্ত্বেও টি-টোয়েন্টিতে বাবর, বিরাটের রেকর্ডে ভাগ বসালেন সূর্যকুমার
Suryakumar Yadav: পঞ্চম টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৬১ রান করেন সূর্যকুমার যাদব।
ফ্লোরিডা: বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম কয়েকটি ম্যাচে পারফর্ম করতে না পারায় তাঁকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তবে সূর্য প্রমাণ করে দিলেন কেন তিনি ব়্যাঙ্কিংয়ে এক নম্বর রয়েছেন। ফ্লোরিডায় পঞ্চম ম্যাচে (IND vs WI 5th T20I) যেখানে সিংহভাগ ভারতীয় ব্যাটার বড় রান করতে ব্যর্থ হন, সেখানে ৬১ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার। তিনি এই ইনিংসে দলকে জেতাতে না পারলেও, গড়ে ফেললেন এক বিশ্বরেকর্ড।
সূর্যকুমারের রেকর্ড
সূর্যকুমার এই ম্যাচে নিজের ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস খেললেন। এই ৫০টি ইনিংসে ১৫টি অর্ধশতরানের পাশাপাশি তিনটি শতরানও হাঁকিয়েছেন ভারতের তারকা ব্যাটার। অর্থাৎ মোট ১৮ বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন সূর্য, যা একটি বিশ্বরেকর্ড। একমাত্র দুই দেশের দুই মহাতারকা ব্যাটার, বিরাট কোহলি এবং বাবর আজমই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ৫০টি বিশ ওভারের ইনিংসে ১৮ বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন। কোহলিদের কৃতিত্বে ভাগ বসালেন তিনি।
ম্যাচের বিববরণ
ম্যাচে বৃষ্টি হল। আবার ম্যাচে সূর্যোদয়ও হল। বলা ভাল ভারতীয় ক্রিকেটে। ফ্লোরিডায় পঞ্চম তথা নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইন আপে সূর্যোদয়। ফর্মে ফিরছেন। আরও একবার জানান দিয়ে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। তাঁকে সঙ্গে নিয়ে উপযোগী ২৭ রানের ইনিংস খেললেন তিলক ভার্মাও। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৫ রান তুলে নেয় ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
সূর্যের অর্ধশতরান বাদেও ১৮ বলে ২৭ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিলক ভার্মা। তিনি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। হার্দিক পাণ্ড্য ১৪ ও অক্ষর পটেল ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৬ রান তাড়া করতে নেমে ২ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ শিবির। ৩-২ জিতে নেয় সিরিজ। এই । প্রথমবার পাঁচ ম্যাচের কোনও টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে হারাল ক্যারিবিয়ান বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: কখনও কখনও হারটাও প্রয়োজনীয়, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ খুইয়ে দাবি হার্দিকের