Shafali Verma: ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে সদর্পে ঘোষণা শেফালির
IND W vs AUS W: প্রতীকা রাওয়াল চোট পাওয়ায় শেফালিকে জাতীয় দলে ফেরানো হয়েছে। গোড়ালির চোট পেয়ে বিশ্বকাপ থেকেই চিটকে গিয়েছেন প্রতীকা।

মুম্বই: শেফালি বর্মার জুতোয় পা গলানো সহজ নয়। সুরাতে মহিলাদের সিনিয়র টি-২০ টুর্নামেন্টে হরিয়ানার নেতৃত্ব দিচ্ছিলেন। ভারতীয় দলের হয়ে তিনি শেষ ওয়ান ডে খেলেছিলেন ঠিক এক বছর আগে। গত বছরের অক্টোবর মাসে, আমদাবাদে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। তরুণী ওপেনারকে ওয়ান ডে বিশ্বকাপের (Womens World Cup) সেমিফাইনালের আগে দলে ফেরাল ভারত। এবং যে সে ম্যাচ নয়, আগামীকাল, বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া।
প্রতীকা রাওয়াল চোট পাওয়ায় শেফালিকে জাতীয় দলে ফেরানো হয়েছে। গোড়ালির চোট পেয়ে বিশ্বকাপ থেকেই চিটকে গিয়েছেন প্রতীকা। মঙ্গলবার থেকে ভারতের নেট সেশনে যোগ দিয়েছেন শেফালি। বুধবার তিনি বলে দিলেন, ঈশ্বরের ইচ্ছাতেই তিনি জাতীয় দলে ফিরেছেন। তাঁর জন্য ভাল কিছু অপেক্ষা করে রয়েছে বলেই মনে করেন শেফালি।
সাংবাদিক বৈঠকে শেফালি বলেছেন, 'প্রতীকার সঙ্গে যা হয়েছে, খেলোয়াড় হিসাবে সেটা ভীষণই বেদনাদায়ক। কেউই চায় না কোনও খেলোয়াড় এভাবে চোট পেয়ে ছিটকে যাক। তবে আমাকে ঈশ্বর এখানে পাঠিয়েছেন ভাল কিছু করার জন্য।'
শেফালি রয়েছেন দুরন্ত ছন্দে। মহিলাদের সিনিয়র টি-২০ টুর্নামেন্টে তিনিই এখন সর্বোচ্চ স্কোরার। হরিয়ানার হয়ে ১৮২.৩৫ স্ট্রাইক রেটে ৩৪১ রান করেছেন। শেফালি আত্মবিশ্বাসী। বলেছেন, 'আমি ছন্দেই রয়েছি। খেলার মধ্যে আছি। সেমিফাইনাল নিয়ে বলতে পারি, আমার কাছে নতুন কিছু নয়। আগেও সেমিফাইনালে খেলেছি। মনের দিক থেকে কতটা পরিষ্কার রয়েছি, তার ওপর অনেক কিছু নির্ভর করে। শারীরিকভাবেও ফিট রয়েছি।'
মহিলাদের বিশ্বকাপে ভারতের শুরুটা ভাল হয়েছিল। প্রথম দুই ম্যাচে জিতেছিলেন হরমনপ্রীত কৌররা। তবে এরপরই ছন্দপতন। পরপর তিন ম্যাচে পরাজয়। হারের হ্যাটট্রিকের পরেও ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তবে সেমিফাইনালের আগে প্রতীকা রাওয়ালের চোটে চিন্তায় হরমনপ্রীতরা। শেষ চারে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। প্রতীকার চোটে দলে এক বছর পর সুযোগ পেয়েছেন শেফালি বর্মা। অস্ট্রেলিয়া আবার এই ম্যাচে অধিনায়ক অ্যালিসা হিলিকে পাচ্ছে।
সেমিফাইনালের আগে আবহাওয়া নিয়েও উৎকণ্ঠা রয়েছে। অনেকের আশঙ্কা, ভারতের ফাইনালে ওঠার রাস্তা বৃষ্টিতে ভেস্তে যাবে না তো? বুধবার বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবি মুম্বইয়ে। বৃহস্পতিবার অর্থাৎ ম্যাচের দিনও বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে সেমিফাইনালের জন্য বৃহস্পতিবার রিজার্ভ ডে-ও রয়েছে। তবে বুধ এবং বৃহস্পতিবার দু’দিনই বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। কপাল পুড়বে ভারতের।




















